________________
মানব ধর্ম
| ০
পরে ফেরৎ দেওয়ার সুবিধা না হয়, তখন যদি মনে এরকম ভাব আসে যে, “এখন আমি কিভাবে ওকে ফেরৎ দেব ? আমি দেব না বলে দেব।” এইরকম হলে সেই মুহূর্তে মনে বিচার আসা উচিৎ যে আমার কাছ থেকে। কেউ যদি নিয়ে যায় আর এরকম ভাবনা করে তাে আমার কি দশা হবে! অর্থাৎ তােমার মধ্যে খারাপ ভাবনার উদয় না হয় এভাবে যদি চলাে, তারই নাম মানব ধর্ম।
কারাের দুঃখ না হয় এটাই সব থেকে বড় জ্ঞান। এইটুকুই সামলে চলাে। কন্দমূল খায় না অথচ মানবতা পালন করতে জানে না, তাহলে তা ব্যর্থহয়। এরকম তাে লােকেদের ঠকিয়ে ঠকিয়ে কতজন পশুযােনিতে গেছে, এখনও পর্যন্ত ফিরে আসেনি। এ তাে নীতি-নিয়মের রাজ্য ; এটা কোন অন্ধকারের রাজ্য নয়। এখানে ঠকানাে চলে না, সম্পূর্ণ ঠকানাে ! একি কোন অন্ধকার নগরী ? রাজ্যে নিয়মের রাজ চলে নাকি অন্ধকারের রাজ ?
প্রশ্নকর্তা: স্বাভাবিক রাজ চলে।
দাদাশ্রী : হ্যা, স্বাভাবিক রাজ চলে। না, অন্ধকারের রাজ চলে না।। ভাই, কিছু বুঝলে কি ? আমার যতটা দুঃখ হয়, সেরকম ওর-ও হয় কিনা ? এরকম বিচার এলে তা সমস্তই মানব ধর্ম। নয়তাে মানব ধর্ম কি করে বলবে ?
| দেনার টাকা শােধ না করে তাে ? যদি তােমাকে কেউ দশ হাজার টাকা ধার দেয়, আর তুমি পরে শােধ করাে তাে সেই সময়ে তােমার মনে এই বিচার আসা উচিৎ যে, “আমি কাউকে ধার দিলে সে যদি শােধ না দেয় তাে আমার কত দুঃখ হবে ?!” সেইজন্য একে যত শীঘ্র সম্ভব ফিরিয়ে দিবে। নিজের কাছে রাখবে না। মানব ধর্ম মানে কি ? যে দুঃখ তােমার হয়, সে দুঃখ অন্যেরও হয়-ই। কিন্তু মানবধর্ম প্রত্যেকের আলাদা আলাদা হয়। যার যেরকম ডেভেলাপমেন্ট