Book Title: The Practice Of Humanity Bengali
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 20
________________ মানব ধর্ম করতে পারবে না। | নিজের ছেলেকে তুমি বললে যে, এই শিশিতে বিষ আছে। এই দেখ, সাদা রঙের। এটাতে হাত দেবে না। তাে ছেলেটি কি জিগ্যেস করবে ? “বিষ মানে কি ?” তুমি বললে, “বিষ মানে খেলে মরে যায়।” আবার সে প্রশ্ন করে “মরে যাওয়া মানে কি ?” তুমি বললে “কাল ওনাকে বেঁধে নিয়ে যাচ্ছিল আর তুমি বলছিলে “নিয়ে যেও না, নিয়ে যেও না।” তাে মরে যাওয়া মানে নিয়ে চলে যাওয়া। তখন এ বুঝেযায়, আর ওতে হাত দেয় না। জ্ঞান বুঝে নেওয়া দরকার। একবার তােমাকে বলে দিয়েছি, “ভাই, এটা বিষ।” তারপর থেকে তােমার এ জ্ঞান হাজির থাকবে। আর যে জ্ঞান হাজির থাকে না, তা তাে জ্ঞান-ই নয়, ও তাে অজ্ঞান। এখান থেকে আমেদাবাদ যাওয়ার জ্ঞান, নকশা প্রভৃতি দিয়ে দিয়েছি। আর এর অনুসারে চলে যদি আহমেদাবাদ না আসে তাে নকশাতে ভুল আছে। সঠিক হলে আসবেই। চার গতিতে ঘােরার কারণ.... প্রশ্নকর্তা : মানুষের কর্তব্য সম্বন্ধে কিছু বলুন। দাদাশ্রী : মানুষের কর্তব্যে, যে আবার মানুষই হতে চায় তার লিমিট (সীমা) বলবাে। উপরে না যেতে চাও অথবা নীচে নানামতে চাও, উপরে দেবগতি আর নীচে জানােয়ার গতি আর তার থেকেও নীচে নরক গতি। এরকম অনেক প্রকার গতি আছে। তুমি তাে মানুষের সম্পর্কেই জানতে চাইছাে ? প্রশ্নকর্তা : যতক্ষণ দেহ আছে ততক্ষণ তাে মানুষের যা কর্তব্য তা পালন করতে হবে নয় কি ? দাদাশ্রী: মানুষের কর্তব্য পালন করেছে বলেই তাে মানুষ হয়েছে। এতে তুমি উত্তীর্ণ হয়েছে, তাে আর কিসে উত্তীর্ণ হতে হবে ? জগৎসংসার দুই প্রকার। এক তাে মানুষ হয়ে জন্মে ক্রেডিট জমা করছে।

Loading...

Page Navigation
1 ... 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38