________________
মানব ধর্ম
ক্ষেত্রে আলাদা-আলাদা হয়। মানবতার একটাই মাপদণ্ড হয় না। আমার যাতে দুঃখ হয়, সেইরকম দুঃখ আমি কাউকে দেব না। কেউ আমাকে এরকমদুঃখ দিলে কেমনলাগবে ? যার যতটুকু ডেভেলপমেন্ট সে ততটাই
করে।
সুখ পাওয়া যায় সুখ দিলে । প্রশ্নকর্তা : আমরা জানি যে কারাের মনে যেন দুঃখ না হয়, এরকমভাবে জীবন যাপন করা উচিৎ। এ সমস্ত মানবতার ধর্ম বলেই জানি।। | দাদাশ্রী : এতাে মানবতার ধর্ম ঠিকই, কিন্তু আত্মার স্বাভাবিক ধর্ম জানলে চিরদিনের জন্য সুখ পাওয়া যায়। এই মানবধর্ম কি রকম হয় ? মানবধর্ম অর্থাৎ অন্যকে সুখ দিলে তুমিও সুখ পাবে। যদি তুমি সুখ দেওয়ার ব্যবহার রাখাে তাহলে ব্যবহারে তুমিও সুখ পাবে আর দুঃখ দেওয়ার ব্যবহার রাখলে ব্যবহারে দুঃখ পাবে। সেইজন্যে তােমার যদি সুখ চাই তাে ব্যবহারে সবাইকে সুখ দাও আর দুঃখ চাইলে দুঃখ দাও।
প্রশ্নকর্তা : সবাইকে সুখ দেওয়ার শক্তি পাই, এরকম প্রার্থনা। করতে হবে।
দাদাশ্রী : হ্যা, এরকম প্রার্থনা করতে পার।
জীবন ব্যবহারে যথার্থ মানবধর্ম প্রশ্নকর্তা : এখন মানুষের প্রাথমিক প্রয়ােজনীয়তার মধ্যে যা কিছু আসে যেমন আহার, জল, বিশ্রাম আর বাসস্থান যাতে প্রত্যেক মানুষ পায় এর জন্যে প্রযত্ন করা কি মানবধর্ম বলে গণ্য হবে ?
দাদাশ্রী:মানব ধর্ম পৃথক বস্তু। মানব ধর্ম তাে এতদূর পর্যন্ত যে এই জগতে যা লক্ষ্মী (ধন-দৌলত) আছে, তার ভাগ-বাঁটোয়ারা প্রাকৃতিক