Book Title: The Practice Of Humanity Bengali
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 34
________________ মানব ধর্ম যায়। ২৭ দাদাশ্রী : না, প্রত্যেকের মানবধর্মে থাকা উচিৎ। ওর আচরণ এরকমই হবে, তেমন কোন নিয়ম নেই। মানবধর্ম পালন তখনই হয়, যখন নিজে বুঝে তা পালন করতে শেখে। প্রশ্নকর্তা : হ্যাঁ, নিজে বুঝে, কিন্তু এ তো অন্যকে বলে তুমি এরকম আচরণ করবে, এরকম করবে, সেরকম করবে। দাদাশ্রী : কার অধিকার আছে এরকম বলার ? গভর্ণর নাকি ? এরকম কেউ বলতে পারে না। প্রশ্নকর্তা : হ্যাঁ, সেইজন্যেই অত্যাচার হয়ে যায়। দাদাশ্রী : অত্যাচারই তো বলে ! এরকম করলে তা পুরোপুরি অত্যাচার! তুমি অন্যকে কর্তব্য করতে বাধ্য করতে পার না। তুমি তাকে বোঝাতে পার যে ভাই, এরকম করলে তা তোমার জন্য লাভদায়ক হবে, তুমি সুখী হবে। কর্তব্য করতে কাউকে বাধ্য তো করতেই পার না । এইভাবে মনুষ্য জীবন উজ্জ্বল করো একে কি মনুষ্যত্ব বলে ? সারাদিন খেয়ে দেয়ে ঘুরে বেড়ায়, দুচারজনকে ধমক-ধামক দিয়ে আসে আর রাত্রে ঘুমিয়ে পড়ে। একে মনুষ্যত্ব কিভাবে বলা যায় ? এভাবে তো মনুষ্য জীবন লজ্জিত হয়। মনুষ্যত্ব তাকেই বলে যখন বিশ-পঁচিশজনকে, অন্ততঃপক্ষে পাঁচজনকেও শান্তি দিয়ে সন্ধ্যাবেলা ঘরে ফেরে। আর এ তো মনুষ্যজীবনকে লজ্জিত করেছে। স্কুল-কলেজে বই পৌঁছে দাও নিজেকে কি মনে করে বসে আছো ? বলে, “আমরা মানুষ। আমাদের মানবধর্ম পালন করতে হবে।” আমি বলি, “হ্যাঁ, নিশ্চয়ই পালন করবে। না বুঝে অনেকদিন পালন করেছো। এখন সঠিক বুঝে মানবধর্ম পালন করতে হবে।” মানবধর্ম তো অতি শ্রেষ্ঠ বস্তু।

Loading...

Page Navigation
1 ... 32 33 34 35 36 37 38