________________
মানব ধর্ম
লেখে এর মধ্যে সোনার মত (দামী) লেখাও পরদিন রদ্দীওয়ালাকে বিক্রি করে দেয় আমাদের দেশের লোকজন ! মধ্যে ভাল লেখা থাকলেও তা
ছিঁড়ে রাখবে না, তাহলে ওজন কম হয়ে যাবে না ? সেইজন্য এই মানবধর্মের ওপর যদি বই লেখা যায়...
প্রশ্নকর্তা : মানব ধর্মের ওপর তো দাদার অনেক বাণী আছে ?
:
দাদাশ্রী : অনেক, অনেক, প্রচুর বেরিয়েছে। আমি নীরুবেনকে প্রকাশ করতে বলবো। নীরুবেনকে বলো না এই বাণী পৃথক করে পুস্তকরূপে প্রকাশ করতে।
এই মানবতা মোক্ষ নয়। মানবতায় আসার পরে মোক্ষ -এর প্রস্তুতি শুরু হয়। নয়তো মোক্ষ লাভ কোন সহজ কথা নয় ৷
—
জয় সচ্চিদানন্দ।