________________ জীবনে মানবধর্ম গ্রহণ করুন! মানবধর্ম অথাৎ প্রত্যেক প্রসঙ্গে মনে আসে যে আমার যদি এরকম হয়। তাে কি হবে ? যদি আমাকে কেউ কটু-কাটব্য করে আর সেই সময় যদি আমিও। তাকে কটু কথা বলি তার আগে আমার মনে এরকম ভাবনা আসা উচিৎ যে। 'আমার যদি এত দুঃখ হয়েছে তাে আমি কটু কথা বললে ওর কতটা দুঃখ হবে ! এইরকম চিন্তা করে যদি আপােষে মীমাংসা করে নেওয়া যায় তাে সমাধান আসে / এটাই মানবধর্মের প্রথম চিহ্ন। এখান থেকেই মানবধর্ম শুরু হয়। সেই জন্য এই পুস্তক মুদ্রিত করে সমস্ত স্কুল-কলেজে পড়ানাে উচিৎ। সমস্ত কথা যখন পুস্তক রূপে পড়ে আর বুঝতে পারবে তখন ওদের মনে হবে যে। আমরা যা কিছু মেনে নিয়েছি তা ভুল! এখন সত্য বুঝে নিয়ে মানবধর্ম পালন করতে হবে। মানবধর্ম তাে খুবই উত্তম বস্তু / / --দাদাশ্রী ISBN 978-03- 1-1 -4 9 78938551138) लदीपक से प्रकट से प्रकटे दीपमाला Printed in India Price 15 dadabhagwan.org