Book Title: The Practice Of Humanity Bengali
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 32
________________ মানব ধর্ম প্রশ্নকর্তা : মদ খায় দাদা, এর উপযোগ এইভাবেই হয়। দাদাশ্রী : যদি এইরকম-ই হয় তাহলে আমাদের উচিৎ নয় এদেরকে নষ্ট করা। যদি আমরা কাউকে শুধরাতে না পারি তো অন্ততঃ বিগড়ানো উচিৎ নয়। কি ভাবে ? অন্যের কাছ থকে কাপড় এনে ওদেরকে দেবে আর ওরা সেই কাপড় দিয়ে বাসন নেবে। এর বদলে কোন কাজে ওদেরকে লাগিয়ে দাও । এইভাবে কাপড় দেওয়া, খাবার দেওয়া এ মানব ধর্ম নয়। আরে মূর্খ, দিতে হয় না। এদের কাজে কর্মে লাগাতে হয় ৷ প্রশ্নকর্তা : আপনি যা বলছেন সে কথা তো সবাই স্বীকার করবে আর ওদের তো শুধু দান করে পঙ্গুই বানানো হচ্ছে। দাদাশ্রী : এইজন্যেই পঙ্গু হচ্ছে। এতসব দয়ালু লোক, কিন্তু এত দয়া করার প্রয়োজন নেই। ওকে একটা ঠেলাগাড়ী দিয়ে দাও আর শাকসব্জী দিয়ে দাও। একদিন বিক্রি করে আসবে, দুদিন বিক্রি করে আসবে, রোজগার চালু হয়ে যাবে। এরকম অনেক রাস্তা আছে। মানব ধর্মের চিহ্ন প্রশ্নকর্তা : আমি আমার বন্ধুদের সাথে দাদার এই কথা আলোচনা করি তো তারা বলে যে আমরা মানবধর্ম পালন করি, তাই যথেষ্ট ; এই বলে এড়িয়ে যায়। দাদাশ্রী : হ্যাঁ, কিন্তু মানবধর্ম পালন করলে তাকে তো আমি ভগবান বলি। খাবার খাওয়া, চা খাওয়া, স্নান করা এসব তো মানব ধর্ম বলে না । ” প্রশ্নকর্তা : না। মানবধর্ম মানে একে অপরকে সাহায্য করা, কারোর ভালো করা, অন্যের উপকার করা, এই সমস্তকেই লোকে মানবধর্ম বলে মনে করে। দাদাশ্রী : সেটা মানবধর্ম নয়। বেচারা জানোয়াররাও নিজের পরিবারকে সাহায্য করার কথা বোঝে।

Loading...

Page Navigation
1 ... 30 31 32 33 34 35 36 37 38