________________
মানব ধর্ম
করতে বেরিয়েছেন ?” লোকেদের পয়সা ভুল রাস্তায় যায় আর লোকে দিয়েও দেয় !
প্রশ্নকর্তা : কিন্তু আজকাল তো একেই মানবধর্ম বলে ?
28
দাদাশ্রী : মানুষকে শেষ করে দিচ্ছে, তোমরা তাকে বাঁচতেও দিচ্ছ না। ওই লোকটিকে আমি খুব বকলাম। কি ধরণের মানুষ তুমি ? কে তোমাকে এসব শেখালো ? লোকেদের কাছ থেকে পয়সা আনবে আর যাকে তোমার গরীব বলে মনে হয় তাকে ডেকে এনে দিয়ে দেবে। আরে এর থার্মোমিটার (মাপদণ্ড) কি ? একে গরীব বলে মনে হয় সেইজন্যে দেবে আর একে মনে হয় না তাই দেবে না ? যে তার কষ্ট ঠিকমত জানাতে পারেনা, ভালভাবে বলতে পারে না বলে তাকে দিলে না আর যে ভাল বর্ণন করতে পারে তাকে দিলে! থার্মোমিটারওয়ালা এসেছেন! তখন আমাকে বলল, আপনি অন্য উপায় বলুন। আমি বললাম, এই লোকটি শারীরিকভাবে সুস্থ-সবল সেইজন্যে একে এক-দেড় হাজার টাকা দিয়ে একটা ঠেলাগাড়ি কিনে দাও আর দুশো টাকা দিয়ে বলো শাক-সব্জী কিনে এনে বিক্রী করতে। আর ঠেলার ভাড়া হিসাবে দু-চারদিন পরপর পঞ্চাশ টাকা দিয়ে যেতে বলবে।
প্রশ্নকর্তা : বিনামূল্যে না দিয়ে ওকে রোজগার করার রাস্তা করে
দেব।
দাদাশ্রী : হ্যাঁ, নয় তো একে তো তুমি বেকার করে দিচ্ছ। সারা বিশ্বে কোথাও বেকারত্ব নেই, এই বেকারত্ব তুমিই ছড়াচ্ছো। আমাদের সরকার ছড়াচ্ছে। এ তো ভোট পাওয়ার জন্যে এইসব নাটক করছে।
আর মানব ধর্ম তো সেফ সাইড-ই দেখায় ।
প্রশ্নকর্তা : এ কথা ঠিক যে আমরা দয়া দেখালে ওদের মধ্যে এক ধরণের মানসিকতা তৈরী হয় যে অন্যের দয়ায় বেঁচে আছে।
দাদাশ্রী : ওরা খাবার-দাবার পেয়ে যায়, সেইজন্যে ওদের মধ্যে কেউ মদ রাখে তো সেখানে গিয়ে বসে। খায়-দায়, মদ খেয়ে ফূর্তি করে।