________________
মানব ধর্ম
প্রশ্নকর্তা : এ রকম কারা ?
দাদাশ্রী : আমাদের সমগ্র সাধারণ মধ্যবিত্তবর্গ-ই এরকম। সেখানে যাও, তাদের জিজ্ঞাসা করাে যে ভাই তােমার কি অসুবিধা আছে, আর এদের, এই যাদের কথা তুমি বলছাে না, যে এদের জন্যে দান করা উচিৎ, এই সমস্ত লােক তাে মদ খেয়ে মজা করে।
| প্রশ্নকর্তা : সে তাে ঠিকই কিন্তু আপনি বলছেন সাধারণ মানুষের প্রয়ােজন আছে। সেখানে দান করলে তাে ধর্মই হলাে ?
| দাদাশ্রী: হা, কিন্তু এর সাথে মানবধর্মের কি লেনা-দেনা ? মানবধর্ম মানে কি ? আমার যাতে দুঃখ হয় তাতে অন্যেরও দুঃখ হয় ; সেইজন্যে ওর দুঃখ না হয় এরকম ব্যবহার করা উচিৎ।
প্রশ্নকর্তা : সে রকমই হলাে না ? কারাের কাপড় নেই ----।
দাদাশী:না, এতাে দয়ালুর লক্ষণ। সবাই দয়াকি করে করবে ? এ তাে যার কাছে পয়সা আছে সেই করতে পারে।
প্রশ্নকর্তা : সাধারণ মানুষ যাতে ঠিকমত পায়, তাদের প্রয়ােজন পূর্ণ হয় তার জন্যে সমাজিক স্তর থেকে প্রযত্ন করা কি উচিৎ ? সামাজিক স্তর থেকে অর্থাৎ আমরা সরকারকে চাপ দেব যে তােমরা এইসব লােকেদের দাও। এটা করা কি মানবধর্মের মধ্যে পড়ে ?
দাদাশ্রী এ সমস্ত এইসব লােকেদের ভুল ইগােইজম (অহংকার)।
এরা সমাজসেবা করে, লােকেদের সেবা করছি এরকম বলে, অথবা দয়া করছি, সহানুভূতি দেখাচ্ছি এরকম বলে। কিন্তু মানবঞ্চা তাে সবাইকে
স্পর্শ করে। আমার যদি ঘড়ি হারিয়ে যায় তাে আমি জানব কোন মানবধর্ম সম্পন্ন লােক যদি পায় তাে ঘড়ি ফিরে আসবে। আর এই যে এরা সেবা করছে তারা সব কুসেবা করছে। একজনকে আমি বললাম “এ কি করছাে ? এইসব লােকেদের কিজন্যে দান করছাে ? এরকমভাবে দেয় কখনও ? খুব সেবা করতে এসেছেন! সেবক এসেছেন! কি দেখে সেবা