________________
মানব ধর্ম
ধর্ম পালন করো – এই দুইয়ের মধ্যে অনেক পার্থক্য । কারণ এর পিছনে ভাবনা কি ছিল ? আর তোমার ভাবনা-ই বা কি ? কারণ তুমি ডেভেলপড় (বিকশিত)। অধ্যাত্ম যেখানে বিকশিত হয়েছে, সেই দেশের। সেইজন্যে তোমার সংস্কার অনেক উচ্চস্তরের। মানব ধর্মে আসতে হলে তো আমাদের সংস্কার এতটাই উচ্চস্তরের যে তা একরকম অসীম। কিন্তু লোকেরা মানবধর্ম পালনে ভুল করে ফেলছে, লোভ আর লালসার কারণে এটা হচ্ছে। আমাদের এখানে ক্রোধ, মান, মায়া, লোভ ফুললি ডেভেলাপ (সম্পূর্ণ বিকশিত) হয়ে গেছে। এইজন্যেই লোকেরা মানবধর্ম ভুলে গেছে। কিন্তু এই লোকেরা মোক্ষের অধিকারী ঠিকই। এখানে ডেভেলাপ হয়েছে, সেখান থেকে মোক্ষের অধিকারী হওয়া শুরু হয়েছে। ওদেরকে (ইউরোপীয়ানদের) মোক্ষের অধিকারী বলে না। এরা ধর্মের অধিকারী, কিন্তু মোক্ষের নয় ৷
বলুন।
১৯
মানবতার বিশেষ বোধ
প্রশ্নকর্তা : আলাদা-আলাদা মানবতার লক্ষণ বিষয়ে একটু বিস্তারিত
দাদাশ্রী : মানবতার গ্রেড (স্তর) আলাদা আলাদা হয়। প্রত্যেক দেশে মানবতা আছে, তাদের ডেভেলপমেন্টের আধারে এই সমস্ত গ্রেড হয় । মানবতা অর্থাৎ স্বয়ং নিজের গ্রেড স্থির করতে হয় এইভাবে যে যদি আমাকে মানবতা আনতে হয় তাহলে আমার যা পছন্দের তা অন্যের প্রতি আমাকে করতে হবে। আমার পক্ষে যা অনুকূল তেমনই অনুকূল সংযোগ অন্যের প্রতি ব্যবহারেও আমাকে আনতে হবে, তাকেই মানবিকতা বলে ৷ এইজন্যে প্রত্যেকের মানবতা আলাদা আলাদা হয়। সবার মানবতা একপ্রকার হয় না। প্রত্যেকের গ্রেডেশন অনুযায়ী হয়।
নিজের যা অনুকূল হয় তা অন্যের প্রতিও করতে হবে। আমার যদি দুঃখ হয় তো ওর কেন হবে না ? আমার যদি কিছু চুরি যায় তো