Book Title: The Practice Of Humanity Bengali
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 25
________________ মানব ধর্ম | ১৮ এ আনডেভেলপ আর ইনি ডেভেলপ। আর পাপীর মানবতা, অর্থাৎ সামনে যদি চোরের সাক্ষাৎ হয়, চোর আসছে আর আমি যদি সামনে পড়ে যাই তাে তার মানবতা কেমন ? বলবে, দাঁড়াও। তখন তার মানবতা কেমন তা আমি বুঝে যাব তাে ? ও বলবে, দিয়ে দাও।” আমি বলবাে, এই নাও ভাই তাড়াতাড়ি। আমার সাথে তােমার সাক্ষাৎকার হওয়াটাই তােমার পুণ্য। মুম্বাইয়ের একজন লােক এত ভীতু, সে আমাকে বলতে লাগল, “এখন ত আর ট্যাক্সিতে চড়া যাবেনা।” আমি বললাম, কি হয়েছে ভাই, এই তাে দশ হাজার ট্যাক্সি আছে, তাতে চড়া যাবে না, এমন কি হল ? সরকার কোন নিয়ম করেছে কি ?” তখন বললাে যে, “না, লুট করে নিচ্ছে। ট্যাক্সিতে মারধাের করে লুটপাট করে নিচ্ছে।” আরে মূখ, আর কতদিন এরকম পাগলামি করবে তােমরা ? লুটপাটের শিকার হওয়া, তা কি নিয়মানুসারে হয়, না কি নিয়মানুসারে হয় না ? রােজ চারজনকে লুটপাটের শিকার করে, অতএব সেই পুরস্কার তােমার ভাগ্যে জুটবে এটা তুমি জানলে কি করে ? পুরস্কার তাে প্রথম জন পায় কোন একদিন। রােজ রােজ কি কেউ পুরস্কার পায় ? | এই খ্রিষ্টানদের বােঝাতে পারবে না। তুমি যতই বলাে যে তােমরা পুনর্জন্ম বােঝ না কেন, তাও তারা বুঝবে না। এটা (এরা ভুল করছে) তুমি বলবে না, আর তা বলা মানব ধর্মের বিরুদ্ধে যায়। কিছু বললে যদি অন্যজন সামান্য একটু দুঃখও পায় তাে তা মানব ধর্মের বিরুদ্ধে হয়। তােমার একে উৎসাহ দেওয়া উচিৎ। এইভাবে ভােলে মানবধর্ম মানবধর্ম মূল বস্তু। মানব ধর্ম একরকম হয় না। কারণ মানব ধর্ম যখন আচরণে আনার কথা হয় তখন সেই আচরণ তাে একজন ইউরােপীয়ান যখন তােমার সাথে মানবধর্ম পালন করে আর তুমি যখন তার সাথেমানব

Loading...

Page Navigation
1 ... 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38