Book Title: The Practice Of Humanity Bengali
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 24
________________ মানব ধর্ম। ১৭ অনুসারে মানবধর্ম পালন করে কিন্তু বােধপূর্বক মানবধর্ম পালন করতে পারলে তাকে উত্তমের মধ্যেও উত্তম বলে। মানবধর্ম তাে খুব উচ্চস্তরের কিন্তু মানবধর্মে আসলে তবেই না ? এখন লােকেদের মধ্যে মানবধর্ম কোথায় ? মানব ধর্ম তাে খুব সুন্দর কিন্তু তা ডেভেলাপমেন্ট অনুসারে হয়। আমেরিকানদের মানবধর্ম আলাদা, আমাদের মানবধর্ম আলাদা। প্রশ্নকর্তা: এতেও পার্থক্য থাকে দাদাজী ? কি রকম পার্থক্য হয় ? দাদাশ্রী: অনেক পার্থক্য আছে। আমাদের মমতা আর এদের মমতায় তফাৎ হয়। পিতা-মাতার প্রতি আমাদের যে মমতা তা এদের থাকে না। মমতা কম থাকায় ভাবের তফাৎ হয়। ভাব ততটাই কম হয়। প্রশ্নকর্তা : যতটা মমতা কম হয় ততটাই ভাবের পার্থক্য হয় ! দাদাশ্রী : এই অনুসারেই মানবধর্ম হয়। অর্থাৎ এদের মানবধর্ম আমাদের মত নয়। এরা তাে মানবধর্মেই থাকে। প্রায় আশি শতাংশ লােক তাে মানবধর্মেই থাকে। শুধু আমাদের লােকেরাই থাকে না। অন্য সবাই নিজেদের হিসাবে মানবধর্মেই আছে। মানবতার প্রকার, আলাদা আলাদা প্রশ্নকর্তা : এই যে মানবজাতি, সে জৈন হােক, বৈষ্ণব হােক বা খ্রিষ্টান হােক, এদের যে বােধ তা একই প্রকারের নয় কি ? দাদাশ্রী : কথা হল যে যার যেরকম ডেভেলপমেন্ট হয়েছে, তার সেরকমই বােধশক্তি হয়। জ্ঞানীর মানবতা, তিনিও তাে মানুষই! জ্ঞানীর মানবতা, অজ্ঞানীর মানবতা, পাপীর মানবতা, পুণ্যশালীর মানবতা, সবার মানবতা আলাদা। মানুষ একই প্রকারের। জ্ঞানী পুরুষের মানবতা আলাদা আর অজ্ঞানীর মানবতা আলাদা। মানবতা সবার মধ্যেই আছে। অজ্ঞানীর মধ্যেও মানবতা আছে। যে আনডেভেলপ (অবিকশিত) তারও মানবতা থাকে কিন্তু তা অন্য ধরণের

Loading...

Page Navigation
1 ... 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38