________________
মানব ধর্ম
কেন, তবু তাদের বাঁচিয়েছি। উপরওয়ালা যত ভালােই হােকনা কেন, আমার পছন্দ নয় ; আর আমি কারাের উপরওয়ালা হবে না। যদি উপরওয়ালা ভালাে হয় তাে আমার কোন অসুবিধা নেই। কিন্তু এর মানে এই নয় যে এ সর্বদা এরকমই থাকবে। কখনও আমাকে ভাল মন্দ কিছু বলে দিতে পারে। উপরওয়ালা তাকেই বলে যে অধঃস্তনকে রক্ষা করে। সেই সত্যিকারের উপরওয়ালা। আমি তাে সত্যিকারের উপরওয়ালা খুঁজছি। আমার উপরে থাকো, কিন্তু সত্যিকারের উপরওয়ালা হয়ে। ধমক খাওয়ার জন্যে আমি কিন্তু জন্ম নিইনি। তুমি আমাকে ধমকাবে, আমি কি এইজন্যে জন্ম নিয়েছি ? তুমি আমাকে কি-ই বা দিতে পারাে ?
আর তােমার কাছে যে কাজ করে তাকে তুমি কখনই তিরস্কার করবে না, বিরক্ত করবে না। সবাইকে সম্মানপূর্বক রাখবে। কে জানে কার থেকে কি লাভ পাওয়া যায় !
প্রত্যেক জাতিতে মানব-ধর্ম প্রশ্নকর্তা : এই মনুষ্যগতিতে তাে চৌদ্দ লাখ যােনি, লেয়ার্স (স্তর) আছে, কিন্তু মানবজাতি হিসাবে দেখতে গেলে বায়ােলজিক্যালি তাে কারাের মধ্যে কোন পার্থক্য দেখায় না। সবাইকে একরকমই দেখায়। পরন্তু এর মধ্যে এরকমই বুঝছি যে বায়ােলজিক্যালি পার্থক্য না থাকলেও যে মানসিকতা তাতে -----
দাদাশ্রী: এতাে ডেভেলপমেন্ট (আন্তরিক বিকাশ)-এর পার্থক্য এত প্রকারেরই হয়।
| প্রশ্নকর্তা : আলাদা আলাদা লেয়ার্স হওয়া সত্ত্বেও বায়ােলজিক্যালি তাে সবাই একই রকম। তাহলে এদের জন্যে কোন কমন (সবার জন্যে একরকম) ধর্ম হতে পারে কি ?
দাদাশ্রী:কমন ধর্ম তাে মানব ধর্ম। নিজের বােঝার ক্ষমতা অনুযায়ী সে মানবধর্ম পালন করতে পারে। প্রত্যেকে নিজের বােঝার ক্ষমতা