________________
মানব ধর্ম
১৪
ফলে উচ্চ গতি লাভ করছে। আর ডেবিট জমা করলে নীচ গতিতে যায়। আর যে ডেবিট ক্রেডিট দুইয়ের ব্যাপারই বন্ধ করে দেয় সে মুক্তি পায়। এই পাঁচ জায়গাই খােলা আছে। চারগতি আছে। খুব ক্রেডিট থাকলে দেবগতি হয়। ক্রেডিট বেশী, ডেবিট কম হলে মনুষ্যগতি লাভ হয়। ডেবিট বেশী আর ক্রেডিট কম হলে জানােয়ার গতি ; আর সম্পূর্ণ ডেবিট হলে নরক গতি হয়। এই চার গতি আর পঞ্চম হল মােক্ষগতি। এই চার গতি মানুষ লাভ করতে পারে। আর পঞ্চম গতি শুধু হিন্দুস্থানের লােকেরাই প্রাপ্ত করতে পারে। “ম্পেশ্যালফর ইণ্ডিয়া।” (ভারতের জন্যেই বিশেষরূপে)। অন্য লােকেদের জন্য এ নয়।
| এখন কাউকে মনুষ্যগতি আবার লাভ করতে হলে তাকে বড়দের, পিতা-মাতার সেবা করতে হবে। গুরুর সেবা করতে হবে। লােকেদের সাথে অবলাইজিং নেচার (পরােপকারী স্বভাব) রাখতে হবে। আর ব্যবহারে। তাে দশ দিয়ে দশ ফেরৎ নেবে। ব্যবহার এই প্রকার শুদ্ধ রাখলে অন্যের সাথে কোন লেনদেন থাকে না। এইরকম ব্যবহার করাে, সম্পূর্ণ শুদ্ধ ব্যবহার। মানবতাতে তাে কাউকে মারার সময় বা তার আগেই খেয়াল আসা উচিৎ, মানবতা থাকলে খেয়াল আসবেই যে আমাকে মারলে কি হবে ? এই খেয়াল আগে এলে তবেই মানবধর্ম টিকে থাকবে। নয়তাে থাকবে না। এটা খেয়ালে রেখে যদি সমস্ত কাজ-কর্ম করা যায় তবেই পুনরায় মানবজন্ম লাভ হয়। অন্যথা পুনরায় মনুষ্যজন্ম প্রাপ্তি বেশ কঠিন।
আর এ কথা যার খেয়ালে নেই, এর পরিণাম কি হবে, তারও কোন ধারণা নেই তাকে মানুষ বলে । চোখ খােলা রেখে ঘুমালে তা অজাগৃতি, তাকে মানুষ বলে না। যারা সমস্ত দিন অনধিকারের চর্চা করে, ভেজাল দেয় তারা জানােয়ার গতি প্রাপ্ত হয়। এখানে মানুষ থেকে সােজা পশুজন্ম লাভ করে আর ভুগতে থাকে।
| নিজের সুখ যারা অন্যকে দিয়ে দেয়, নিজের অধিকারের সুখ অপরকে প্রদান করে তারা সুপারহিউম্যান অর্থাৎ দেবগতিতে যায়। যে সুখ নিজের ভােগ করার ছিল, নিজের জন্যেই যে সুখ তৈরী হয়েছিল,