________________
মানব ধর্ম
১২
একহাত নেয়। এরকম করার প্রয়ােজন নেই। এটাই সবথেকে বড় দোষ। কে করেছে তা জানে না। খালি চোখে যা দেখে, জগৎ তাে সেই নিমিত্তকেই কামড়াতে যায়।
| আমি এতটুকু ছােট বাচ্চাদের বলে দেখেছি যে 'যাও, এই কাপ বাইরে ফেলে দিয়ে এসাে।' তাে এরা কাঁধ ঝাঁকিয়ে বলেছে, না, এ বাইরে ফেলার নয়। কেউ লােকসান করে না। একটি বাচ্চাকে আমি বললাম, এটা দাদার বুট জুতাে, একে বাইরে ফেলে এসাে। তাে কাঁধ ঝাঁকিয়ে বলে “ফেলতে হয় না”। কত্ত সুন্দর বােধ। অতএব এ কেউ ফেলে না ; চাকরও ভাঙ্গে না। এতাে মূর্খ লােকেরা চাকরকে হয়রান করে মারে। মূখ তুমি যখন চাকর হবে তখন বুঝতে পারবে। সেইজন্যে তুমি যদি এরকম
করাে তাে যদি কখনও তােমার চাকর হওয়ার সময় আসে তাে তথন তুমি ভাল মনিব পাবে। | নিজেকে অন্যের জায়গায় রাখবে এর নাম মানব ধর্ম। অন্য ধর্ম তাে অধ্যাত্ম, এতাে তার চেয়ে উচ্চস্থানে আছে। কিন্তু এটুকু মানবধর্ম তাে আসা চাই।
যতটুকু চরিত্রবল, ততটুকুই আচরণে !
| প্রশ্নকর্তা: কিন্তু জানা সত্ত্বেও অনেক সময়ে এটা আমার মধ্যে থাকে। , এর কারণ কি ? | দাদাশ্রী : কারণ এ জ্ঞান জানই না। সত্যিকারের জ্ঞান নেই। জ্ঞান যা আছে তা শুধুমাত্র বই থেকে জেনেছ কিন্তু কোন ‘কোয়ালিফায়েড গুরুর কাছ থেকে জাননি। কোয়ালিফায়েড (অধিকারী) গুরু মানে কি ? তিনি যা জানাবেন তা হুবহু তােমার মধ্যে এসে যাবে। আমি নিজে বিড়ি খাই আর তােমাকে উপদেশ দিই যে বিড়ি খাওয়া ছেড়ে দাও, তাে তাতে কোন কাজ হয় না। এর জন্য চরিত্রবল চাই। গুরু সম্পূর্ণ চরিত্রবল যুক্ত হলে তবে তুমি তা পালন করতে পারবে। না হলে এমনি এমনি তাে পালন