________________
মানব ধর্ম
১১
দাদাশী: স্বার্থ তাে একেই বলে যখন ঝগড়া করে না। স্বার্থতে তাে সর্বদা সুখ হয়।।
প্রশ্নকর্তা : আধ্যাত্মিক স্বার্থ হলে সুখ হয়, কিন্তু ভৌতিক স্বার্থ হলে তাে দুঃখই হয়।
দাদাশ্রী: হঁ্যা, কিন্তু ভৌতিক স্বার্থেও সেয়ানা হয়। নিজের যে সুখ তা চলে না যায়, কম না হয়, বেড়ে যায়, এরকমই করে। এ তাে ক্লেশ করে ভৌতিক সুখ নষ্ট করে। স্ত্রীর হাত থেকে পেয়ালা পড়ে ভেঙে গিয়ে যদি কুড়ি টাকার লােকসান হয় তাহলে সাথে সাথেই মনে অশান্তি শুরু হয়ে যায় যে কুড়ি টাকা লােকসান করলাে। আরে মূখ, কোন লােকসান করেনি, এ তাে ওর হাত থেকে পড়ে গেছে। তােমার হাত থেকে পড়ে গেলে তুমি কোনন্যায় করতে ? সেই ন্যায়ই তুমি এখানে করবে।
| কিন্তু সেখানে তুমি এরকম মনে করাে যে, “এ লােকসান করলাে”। একি কোন বাইরের মানুষ ? আর বাইরের মানুষ হলেও, এমনকি চাকর হলেও এরকম করা উচিৎ নয়। কেননা কোন নিয়মের অধীনে এটা পড়ে যায়, ফেলে দিয়েছে না পড়ে গেছে তার বিচার করা উচিৎ নয় কি ? চাকর কি জেনে বুঝে ফেলে দেয় ?
| অতএব কি ধর্ম পালন করবে ? কেউ লােকসানকরলে কাউকে শত্রু বলে মনে হলে সে সত্যি সত্যিই তােমার শত্রু নয়। লােকসান কেউ করতে পারেই না। সেজন্য তার প্রতি দ্বেষভাব রাখবে না। সে যদি আমাদের ঘরের লােক হয় অথবা যদি চাকরের হাত থেকেও পেয়ালা পড়ে যায় তাহলেও চাকর তা ফেলে না। ফেলে দেওয়ার অন্য কেউ আছে। তাই চাকরের ওপর বেশী ক্রোধ করবে না । শান্তভাবে বলবে, “ভাই একটু আস্তে চলাফেরা করাে।” তােমার পা পুড়ে যায়নি তাে ?” এইরকম বলবে। দশ-বারােটা পেয়ালা ভেঙে যায় তাে আমাদের ভিতরে অশান্তি, ক্লেশ শুরু হয়ে যায়। যতক্ষণ অতিথিরা আছে, ততক্ষণ ক্রোধ করে না। কিন্তু ভিতরে ভিতরে অশান্তি হতে থাকে। অতিথিরা চলে গেলেই তাকে