________________
মানব ধর্ম
১০
ট্যাট (যেমন তুমি করবে, তেমনি আমি করবাে) চলবেনা। কোন মানুষ তােমাকে গালি দিল আর তুমিও উল্টে আবার তাকে গালি দিলে, কেউ তােমাকে মারল আর তুমিও তাকে বদলে মারলে তাহলে তাে পশুই হয়ে গেলে ! মানব ধর্ম কোথায় রইলাে ? অতএব ধর্ম এরকম হওয়া উচিৎ যে কেউ দুঃখ না পায়।
আজকাল বলা হয় যে ইন্সন কিন্তু ইন্সানিয়াৎ (মানুষ আর মনুষ্যত্ব) তাে মুছে গেছে তাে এখন এর কি দরকার ? যে তিলে তেল নেই সেই তিল কোন কাজে লাগে ? একে তিল কিভাবে বলা যায় ? এর ইন্সানিয়াৎ তাে চলে গেছে, প্রথমে তাে ইন্সনিয়াৎ চাই। সেই জন্যে তাে সিনেমায় গান করে “কিত্সা বদল গয়া ইন্সন -----।” তাে তাহলে আর রইলাে কি ? মানুষ বদলে গেছে তাে সমস্ত পুঁজি হারিয়ে গেছে। ভাই এখন কিসের ব্যবসা করবে ?
অধঃস্তনে -এর প্রতি কর্তব্য
প্রশ্নকর্তা : আমার অধস্তন যারা আমার কাছে কাজ করে, সে নিজের ছেলেই হােক বা অফিসে কেউ হােক বা যে কেউ হােক, এরা নিজের কর্তব্যে ভুল করলে আমি সঠিক পরামর্শ দিই। এখন এতে ওদের দুঃখ তাে হয়। আর সে সময় বিরােধাভাস হচ্ছে এরকম মনে হয়। তাহলে সেখানে কি করবাে ? | দাদাশ্রী : তাতে অসুবিধা নেই। যতক্ষণ পর্যন্ত তােমার দৃষ্টিভঙ্গী সঠিক ততক্ষণ কোন অসুবিধা নেই। এদের উপর তােমার পাশবিকতার ইচ্ছা যেন না থাকে। আর বিরােধাভাস মনে হলে ওদের কাছে ক্ষমা চেয়ে নেবে। ভুল স্বীকার করে নেবে। মানব ধর্ম সম্পূর্ণ থাকা উচিৎ।
চাকর লােকসান করলে তখন! লােকেদের মধ্যে মতভেদ কি কারণে হয় ? প্রশ্নকর্তা : স্বার্থের কারণে মতভেদ হয়।