Book Title: The Practice Of Humanity Bengali
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 15
________________ মানব ধর্ম প্রশ্নকর্তা: কোথাও দেখি আবার কোথাও দেখিনা। দাদাশ্রী : কোন মানুষের মধ্যে পাশবতা দেখতে পাও ? কেউ যদি শিং উঁচিয়ে আসে তাহলে কি তুমি বােঝ না যে এর স্বভাব মােষের মত, তাই শিং দিয়ে মারতে আসছে ! সেখান থেকে তােমাকে সরে আসতে হবে। এরকম মােষ (পশু প্রকৃতির মানুষ) তাে রাজাকেও ছেড়ে দেয় না। সামনে যদি রাজাও আসে তাহলেও এই মােষের ভাই হেলেদুলে চলতে থাকে। রাজাকেই সরে যেতে হয় কিন্তু এ সরে না।। | এ মানবতার থেকেও উচ্চ প্রকারের গুণ! আবার মানবতার থেকেও উপরে ‘সুপার হিউম্যান’ (অতিমানব) কাকে বলে ? তুমি দশবার তার ক্ষতি করাে তবু তােমার প্রয়ােজনের সময়ে এই মহাশয় তােমাকে সাহায্য করেন! তুমি আবার এর লােকসান করাে তবুও তােমার যখন দরকার তখন তােমাকে হেল্প করবে। সাহায্য করাই এর স্বভাব। এর থেকে তুমি বুঝতে পারবে এই ব্যক্তি “সুপার হিউম্যান।” একে দৈবীগুণ বলে। এরকম এক-আধজন মানুষই হয়। আজকাল তাে এরকম মানুষ পাওয়াই যায় না ! এরকম মানুষ লাখে একজন হয় তা প্রমাণ হয়ে গেছে! মানবতার ধর্মের বিরােধী যে কোন ধর্মের আচরণ করলে, যদি পাশবী ধর্মের আচরণ করে তাে পশুযােনি প্রাপ্ত হয়। যদি রাক্ষসী ধর্মের আচরণ করে তাে নরকগতি লাভ করে আর যে সুপার হিউম্যান-এর আচরণ করে যে দেবগতি প্রাপ্ত হয়। আমি যা বলতে চাইছি তা কি তুমি বুঝতে পারলে ? যতটুকু জানেন, ততটুকু ধর্ম শেখান! এখানে (ভারতবর্ষে) সন্ত পুরুষগণ আর জ্ঞানী পুরুষগণ জন্মগ্রহণ করেন এবং মানুষের কল্যাণ করেন। তাঁরা স্বয়ং পারে পৌঁছেছেন আর অন্যদের পারে পৌঁছাতে সাহায্য করছেন। স্বয়ং যা হয়েছেন, অন্যদেরও সেই স্তরে নিয়ে যান। যদি নিজে মানবধর্ম পালন করেন তাহলে মানব ধর্ম

Loading...

Page Navigation
1 ... 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38