________________
মানব ধর্ম।
ভােগ করছে, অনধিকার লুঠ করছে, অনধিকারের বিচার করছে অথবা পরস্ত্রীর প্রতি কুদৃষ্টি দিচ্ছে। নিজের স্ত্রীকে ভােগ করার অধিকার মানুষের আছে কিন্তু অনধিকারের পরস্ত্রীর প্রতি দৃষ্টি দেওয়া উচিৎ নয়। এর জন্যেও শাস্তি পেতে হবে। শুধুমাত্র খারাপ দৃষ্টির শাস্তি-ও জানােয়ার গতি। কারণ একে পাশবতা বলে; মানবতা থাকা উচিৎ।
মানব ধর্ম মানে কি ? নিজের অধিকারেরটা ভােগ করা –এর নাম মানব ধর্ম। এটা তুমি স্বীকার করছাে, নাকি করছাে না ?
প্রশ্নকর্তা: ঠিক আছে। দাদাশ্রী: আর অনধিকারের সম্বন্ধে ?
প্রশ্নকর্তা : না, স্বীকার করা উচিৎ নয়। জানােয়ার গতিতে যাবে এর কোন প্রমাণ আছে কি ?
দাদাশ্রী : হ্যা, প্রমাণ আছে। প্রমাণ ছাড়া এমনিই গল্প বলছি না।
মনুষ্যত্ব কতক্ষণ থাকে ? অনধিকারের কিঞ্চিৎ মাত্রও ভােগ না করলে মনুষ্যত্ব থাকে। নিজের অধিকারেরটা খায় তাে মনুষ্য গতি পায় ; অনধিকারের খায় তাে জানােয়ার গতিতে যায়। নিজের অধিকারের (বস্তু) অন্যকে দিয়ে দিলে দেবগতি লাভ হয় আর অনধিকারেরটা মেরে ফেলে নিয়ে নিলে নরকগতি প্রাপ্ত হয়।
মানবতার অর্থ। মানবতার অর্থ আমারটা আমি ভােগ করব, আর তােমারটা তুমি ভােগ করাে। যা আমার ভাগে এসেছে তা আমার আর যা তােমার ভাগে পড়েছে তা তােমার। মানবতার অর্থই অন্যের জিনিষে দৃষ্টিপাত না করা। আর পাশবতা অর্থ আমারটাও আমার আর তােমারটাও আমার। আর | দৈবীগুণ কাকে বলে ? তােমারটাও তােমার আর আমারটাও তােমার। যে
পরােপকারী হয় সে নিজেরটা অন্যকে দিয়ে দেয়। এরকম দৈবীগুণ সম্পন্ন কেউ হয় কি হয় না ? এখন কি তুমি মানবতা কোথাও দেখতে পাও ?