________________
মানব ধর্ম
শেখান। তারও আগে যাঁরা পৌঁছেছেন তাঁরা দৈবীধর্ম শেখান। অর্থাৎ অতিমানবের ধর্ম কি তা যাঁরা জানেন তাঁরা অতিমানবতার ধর্ম শেখান। তার মানে যিনি যে ধর্ম পালন করছেন তিনি তারই শিক্ষা দেন। আর যদি এই সমস্ত অবলম্বন থেকে মুক্তির জ্ঞান থাকে এবং মুক্ত হয়েছেন তাে মুক্তির জ্ঞান প্রদান করেন।
পাশবতার ধর্ম এরকম!
প্রশ্নকর্তা : সত্যিকারের ধর্ম তাে মানব ধর্ম। এখন এর মধ্যে বিশেষভাবে জানার এই যে সঠিক মানবধর্ম হল কারাের একটুও দুঃখ না হয়। এর সবথেকে সুদৃঢ় ভিত এটাই। ধন, লক্ষ্মী, সত্তা, বৈভব – এ সবের দুরুপযােগ করা উচিৎ নয়, সদুপযােগ করা উচিৎ। আমি মনে করি যে এ সমস্ত মানব ধর্মের সিদ্ধান্ত, আপনার কাছে জানতে চাইছি যে এটা ঠিক তাে ?
দাদাশ্রী : সত্যিকারের মানবধর্ম এই যে কোন জীবকে কিঞ্চিৎমাত্র দুঃখ না দেওয়া। যদি কেউ দুঃখ দেয় তাে সে পাশবতা করছে, কিন্তু তুমি পাশবতা করবে না, যদি মানুষ থাকতে চাও তাে। আর মানবধর্ম যদি ভালভাবে পালন করাে তাে মােক্ষ-এ যাওয়ারও কোন বাধা নেই। মানব ধর্ম যদি কেউ বুঝতে পারে তাে অনেক হল। অন্য কোন ধর্ম বুঝতে যাওয়ার মতােই নয়। মানব ধর্ম অর্থাৎ পাশবতা রহিত ; তারই নাম মানব ধর্ম। যদি তােমাকে কেউ গালি দেয় তাে সে পাশবতা করছে। কিন্তু তুমি পাশবতা করতে পার না। তুমি মানুষ হিসাবে ব্যবহার করবে সমতা রেখে। আর জিজ্ঞাসা করবে, “ভাই আমার দোষ কোথায় ? যদি তুমি আমাকে বলাে তাে আমি দোষমুক্ত হওয়ার চেষ্টা করব।” মানব ধর্ম এরকম হওয়া উচিৎ যে তােমার দ্বারা কারাের যেন কিঞ্চিৎমাত্র দুঃখ না হয়। কেউ যদি তােমাকে দুঃখ দেয় তাে তার পাশবী ধর্ম। কিন্তু এর বদলা নিতে তুমি তার সাথে পাশবী ধর্ম পালন করতে পার না। পাশবিকতার সামনে পাশবতা করবে না, এরই নাম মানব ধর্ম। বুঝতে পারলে ? মানবধর্মে টিট ফর