________________
মানব ধর্ম।
কেউ খারাপ দৃষ্টি দেয় তাে কি হবে ? আমার দুঃখ হবে। এরকম বিচার মনে আসলে তাকেই মানবধর্ম বলে। সেইজন্যে আমার কাউকে খারাপ দৃষ্টিতে দেখা উচিৎ নয়। এরকম হয়ে গেলে পশ্চাতাপ করাে। এর জন্য সেইরকম ডেভেলপমেন্ট (আধ্যাত্মিক প্রগতি) হওয়া চাই।
মানবতা মানে কি ? আমার স্ত্রীর ওপর কেউ কুদৃষ্টি দিলে তা আমার ভালাে লাগবে না, সেইজন্যে অন্যের স্ত্রীর ওপর আমারও কুদৃষ্টি | দেওয়া উচিৎ নয়। আমার মেয়ের উপর কেউ খারাপ দৃষ্টি দিলে তা আমার ভাল লাগবে না তাই আমারও অন্যের মেয়ের উপর দৃষ্টি দেওয়া উচিৎ নয়। কারণ নিজেকে এটা খেয়াল রাখতে হবে, যে আমি যদি কারাের মেয়েকে খারাপ দৃষ্টিতে দেখি তাহলে কেউ আমার মেয়েকে খারাপ দৃষ্টিতে দেখবেই। এটা খেয়ালে রাখতেই হবে, তাকেই মানব ধর্ম বলে।
মানব ধর্ম মানে তােমার যা ভাল লাগে না তা অন্যের সাথে করবে না। নিজের যা পছন্দ নয় তা অন্যের সাথে কখনােই না করলে তারই নাম মানবধর্ম। মানবধর্ম লিমিটেড (সীমার মধ্যে)। লিমিট-এর বাইরে নয়। কিন্তু এটুকুই যদি কেউ করে তাে অনেকই হয়ে যায়।
| তােমার নিজের স্ত্রীর ক্ষেত্রে ভগবান বলেছেন যে ভাই, তুমি বিয়ে করেছাে, তা জগৎ স্বীকার করেছে। তােমারশ্বশুরবাড়ির লােকজন, তােমার আত্মীয়-স্বজন, গ্রামের লােকজন সবাই স্বীকার করে নিয়েছে। সাথে নিয়ে সিনেমা দেখতে গেলে কেউ তােমার দিকে আঙুল তুলবে কি ? কিন্তু পরস্ত্রীকে নিয়ে গেলে তখন ?
প্রশ্নকর্তা : আমেরিকাতে এতে কেউ আপত্তি করবে না।
দাদাশ্রী : আমেরিকাতে করবে না, কিন্তু হিন্দুস্তানে তাে করবে। একথা ঠিক সেখানকার লােকেরা এটা বােঝে না, কিন্তু আমরা যে দেশে জন্মেছি, সেখানে তাে আপত্তি করবেই! এই আপত্তিকর কাজই দোষের। আমেরিকাতে এতে কোনও আপত্তি নেই, তাই সেখানে জানােয়ার গতিতে যাওয়ার ভাগ কম পাওয়া যায়। এখান থেকে তাে আশি শতাংশ মানুষ জানােয়ার গতিতে যাবে! বর্তমানের আশি শতাংশমানুষ। কারণমনুষ্যজন্ম লাভ করে এরা কি করছে ?বলা যায় নকল-এর মিশ্রণ করছে, অনধিকার