________________
মানব ধর্ম
যদি কারাের পনেরাে হাজার টাকা একশাে টাকার নােটের একটা বাণ্ডিলে রাস্তায় কুড়িয়ে পেলে, তাে তােমার মনে এরকম ভাবনা আসা উচিৎ যে আমার যদি এত টাকা পড়ে যেত তাহলে আমার কি রকম দুঃখ হতাে ? তাহলে এর কত দুঃখ হচ্ছে ? সেইজন্যে তােমার কাগজে বিজ্ঞাপন দেওয়া উচিৎ যে, “যার টাকা সে বিজ্ঞাপন দেওয়ার খরচ দিয়ে এবং প্রমাণ দিয়ে যেন নিজের টাকা নিয়ে যায়। ব্যাস্, এইভাবেই মানবতা বুঝতে হবে। কারণ তােমার যেমন দুঃখ হয় তেমনি অন্যেরও দুঃখ হয়, এটা তাে তুমি বােঝো। এইরকম বিবেচনা তােমার প্রত্যেক প্রসঙ্গে আসা উচিৎ। কিন্তু আজকাল এই মানবতা তাে বিস্মৃত হয়ে গেছে ! হারিয়ে গেছে ! এত দুঃখ তাে সেইজন্যেই। মানুষ তাে একমাত্র নিজের স্বার্থ নিয়েই পড়ে আছে। একে মানবতা বলে না।
আজকাল তাে লােকে এরকম বলে যে, যা পাওয়া গেছে তা তাে নিখরচায় পাওয়া গেছে। তাহলে ভাই, তােমার যখন কিছু হারাবে, তখন সেটা যে পাবে সেও নিখরচায় পাবে!
| প্রশ্নকর্তা; কিন্তু আমি যে টাকা পেয়েছি তা যদি অন্য কিছু না করে, নিজের কাছে না রেখে গরীবদের মধ্যে বিলি করে দিই তাে ?
| দাদাশ্রী: না, গরীবকে নয়, খোঁজ-খবর করে বিজ্ঞাপন দিয়ে এর মালিককে পৌঁছে দেবে। তা সত্ত্বেও যদি মালিকের খোঁজ না পাওয়া যায়, বিদেশী হয় তাে তুমি এই অর্থ কোন ভাল কাজেই খরচ করবে। নিজের কাছে রাখবে না।
তুমি যদি কাউকে ফেরৎ দাও তাে তােমাকেও ফেরৎ দেওয়ার। কাউকে পেয়ে যাবে। আর তুমি যদি ফিরিয়ে না দাও তাে তােমারটা কি করে ফেরৎ পাবে ? অর্থাৎ নিজের মানসিকতা বদলাতে হবে। এরকম করা যায় না; একে তাে কোন পথ-ই বলা চলে না। এতাে এতাে টাকা রােজগার করছাে, তবুও সুখী নও, এ কিরকম কথা ?!
এখন ধরাে তুমি কারাের কাছে দু-হাজার টাকা ধার নিয়েছ আর