Book Title: Self Realization
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 17
________________ আর পাঁচ আজ্ঞা-র পালন করতে হবে। লিফ্ট-এ বসে লাফালাফি করবেন না, হাত বাইরে বার করবেন না - শুধু এটুকুই আপনাকে করতে হবে। এইরকম রাস্তা কখনাে কখনাে খােলে - তা শুধু পুণ্যবানদের-ই জন্যে। বিশ্বের এটা এগারােতম আশ্চর্য বলা হয়। অপবাদে যে টিকিট পেয়ে গেছে তার কাজ হয়ে গেছে। অক্ৰমমার্গ চালু আছে। | এতে আমার কামনা তাে এইটুকুই যে, আমি যে সুখ পেয়েছি সেই সুখ। আপনিও পান। অর্থাৎ এই যে বিজ্ঞান প্রকট হয়েছে তা হঠাৎ-ই নষ্ট না হয়। আমি আমার পরে জ্ঞানীদের কয়েক পীঢ়ি (কয়েক পুরুষ) রেখে যাব আর উত্তরাধিকারী রেখে যাব। তারপরেও জ্ঞানীদের পরম্পরা চলবে। এইজন্যে জীবন্ত জ্ঞানীকেই খুঁজবে। উনি ছাড়া সমস্যার সমাধান হবে না। আমি তাে নিজের হাতে কয়েকজনকে সিদ্ধি প্রদান করব। আমার পরে কাউকে চাই তাে? বাকী লােকেদের জন্যে রাস্তা তাে দরকার? ৯. জ্ঞানবিধি কি ? প্রশ্নকর্তা ঃ আপনার জ্ঞানবিধি কি ? দাদাশী ও জ্ঞানবিধি আত্মা আর পুদ্গল (অনাত্মা)-কে পৃথক করা। শুদ্ধচেতন আর পুদ্গল-এর পৃথকীকরন (সেপারেশন) | প্রশ্নকর্তা : এই সিদ্ধান্ত তাে ঠিক আছে কিন্তু এর পদ্ধতি কি? দাদাশ্রীঃ এতে লেন-দেন এর কোন ব্যাপার নেই। কেবল এখানে বসে যেমন। বলব ঠিক তেমনিভাবে বলতে হবে। আমি কে’-র জ্ঞান, পরিচয় দু-ঘন্টার। জ্ঞান প্রয়ােগে হয়। এর মধ্যে ৪৮ মিনিট আত্ম-অনাত্মাকে পৃথক করার ভেদবিজ্ঞান-এর বাক্য বলানাে হয়; সবাইকে একসাথে এগুলাে বলতে হয়। এর পরে একঘন্টায় পাঁচ-আজ্ঞা উদাহরন দিয়ে সবিস্তারে বােঝানাে হয় যাতে বাকি জীবনটা এমনভাবে কাটানাে যায় যে নতুন কর্মবন্ধন আর না হয়, পুরাতন কর্ম সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় এবং সাথে ‘আমি শুদ্ধাত্মা'-এই জাগৃতি সবসময় থাকে। ১০. জ্ঞানবিধি-তে কি হয়? আমি জ্ঞান দিই, এতে কৰ্ম ভস্মীভূত হয়ে যায় আর সেইসময় অনেক | [১৫]

Loading...

Page Navigation
1 ... 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58