________________
মূল ভুল কোথায়?
ভুল কার? যে ভুগছে তার। কি ভুল? ‘আমি চন্দুভাই' - এই মান্যতাই আপনার ভুল। প্রকৃতপক্ষে এই জগতে সবাই নির্দোষ কাজেই কাউকে দোষী করা সম্ভব নয়। এটাই বাস্তবিক সত্য।
যে দুঃখ দিচ্ছে সে তাে নিমিত্তমাত্র – দোষ তাে নিজের-ই৷ যে উপকার করে সেও নিমিত্তমাত্র আর যে ক্ষতি করে সেও নিমিত্তমাত্র। লাভ - লােকসান নিজেরই হিসাব - সেইজন্যে এরকম হয়।
[ ৪৬ ]