________________
| নিজের ভুলেরই দন্ড আসে। যে পাথর ফেলেছে তার ভুল নয় - যার লেগেছে ভুল তারই। আপনার আশেপাশের বাচ্চাদের দুষ্টুমির প্রভাব যদি আপনার উপর না পড়ে, আপনি যদি কষ্ট না পান তবে আপনার কোন ভুল নেই। আর যদি ওদের কাজের জন্যে আপনি কষ্ট পান তাহলে সেটা আপনারই। ভুল - এটা নিশ্চিতরূপে জেনে রাখুন।
বিশ্লেষণ তাে করাে | ভুল কার খুঁজতে গেলে দেখাে কে ভুগছে? চাকরের হাত থেকে দশটা গ্লাস পড়ে ভেঙে গেলে তার প্রভাব তাে ঘরের লােকের উপর পড়বেই। এখন বাচ্চাদের উপর এর কিছু প্রভাব হবে না কিন্তু তাদের বাবা-মা আপশােষ করতে থাকবে। তার মধ্যেও আবার মা কিছুক্ষন পরে আরামে শুয়ে পড়বে। কিন্তু বাবা চিন্তা করতে থাকবে – পঞ্চাশ টাকার লােকসান হয়ে গেল। বেশী সতর্ক বলে বাবার ভােগান্তি বেশি। যে ভুগছে তারই ভুল’ - আপনি যদি সমস্ত পরিস্থিতিকে এইভাবে বিশ্লেষণ করেন তাহলে আধ্যাত্মিক উন্নতি হবে এবং মুক্তি পাবেন। | প্রশ্নকর্তা ঃ কিছু লােক এমন আছে যাদের সাথে ভাল ব্যবহার করলেও তারা তা বােঝে না। | দাদাশ্রী ঃ এটা নিজেরই ভুল যে তারা বুঝতে পারে না। যারা অন্যের দোষ দেখে তারা ভুল করে। নিজের ভুলের জন্যেই কেউ নিমিত্ত হয়ে আসে। নিমিত্ত যদি জীব হয় তাে তাকে দোষী মনে করাে কিন্তু কাটা ফুটে যদি কষ্ট পাও তাে কি করবে? রাস্তার চৌমাথায় কাটা পড়ে আছে, হাজার লােক সেই রাস্তা দিয়ে যাচ্ছে; কারাের পায়ে বিঁধল না কিন্তু তােমার পায়ে বিঁধল। ব্যবস্থিত শক্তি’ কিরকম? যার পায়ে কাটা ফোটার তার পায়েই ফুটবে। ব্যবস্থিত শক্তি’ই সমস্ত সংযােগ একত্র করবে-এতে নিমিত্তের কি দোষ?
কেউ যদি প্রশ্ন করে যে আমি নিজের ভুল কি করে খুঁজব? তাে আমি তাকে বলি যে যেখানে যেখানে আপনাকে কষ্ট পেতে হচ্ছে সেখানেই ভুল হয়েছে। নিশ্চয়ই আপনার কোন ভুল হয়েছে তাই কষ্ট পাচ্ছেন - সেগুলােই খুঁজে বার করুন।
[ ৪৫ ]