________________
প্রশ্নকর্তা ও ক্ষতি হবে নিশ্চয়ই।।
দাদাশ্রীঃ হ্যা, এখানেও সেইরকম। জ্ঞান নেওয়ার পর তাতে জল দিতে হবে, তবেই চারা বড় হবে। ছােট চারা থাকলে জল দিতে হয়। মাসে-দুমাসে জল ছিটানাে দরকার।
প্রশ্নকর্তাঃ ঘরে তাে জল দিই।
দাদাশ্রী ঃ না, ঘরে দিলেই হবে না। এরকম চলে কি? সামনা-সামনি দরকার, যখন জ্ঞানী স্বয়ং উপস্থিত আছেন। আপনার তার কদরই নেই!... স্কুলে গিয়েছেন? কত বছর স্কুলে পড়েছেন?
প্রশ্নকর্তা ঃ দশ বছর।
দাদাশ্রীঃ তাে সেখানে কি শিখলেন? ভাষা! ইংরেজী ভাষা শেখার জন্যে দশ বছর ব্যয় করলেন আর এখানে তাে ছ'মাসের কথা বলছি। ছ'মাস যদি আমার সাথে ঘােরাে তাে তােমার কাজ হয়ে যাবে।
নিশ্চয় স্ট্রং তাে অন্তরায় ব্রেক প্রশ্নকর্তা ও বাইরের কর্মসূচি তৈরি হয়ে গেছে সেইজন্যে আসতে অসুবিধা হবে।
দাদাশ্রী ঃ আপনার ভাবনা যদি মজবুত থাকে তাহলে বাধা দূর হয়ে যাবে। ভিতরে নিজের ভাবনা মজবুত আছে কি নেই সেটা দেখুন। দৃঢ় নিশ্চয় হলে অন্তরায় দূর হয়।
নিয়মিত সৎসঙ্গ কলে সংসারে লাভের প্রতিশ্রুতি আমার কাছে অনেক ব্যবসায়ী আসেন আর এমন সব ব্যবসায়ী তারা যদি দোকানে একঘন্টা দেরীতে যান তাে পাঁচশাে-হাজার টাকার লােকসান হবে। ওদেরকে আমি বলেছি যে এখানে এসে যতক্ষণ থাকবে ততক্ষণ কোন লােকসান হবে না কিন্তু আসার পথে যদি কোন দোকানে আধঘন্টা দাঁড়িয়ে যাও তাে লােকসান হবে। এখানে আসলে দায়িত্ব আমার কারণ এর সাথে আমার কোন লেন-দেন নেই। এখানে সবাই নিজের আত্মার জন্যেই আসেন সেইজন্যে সবাইকে বলেছি যে এখানে আসলে আপনাদের লােকসান হবে না; কোন প্রকারের লােকসানই হবে না।
[২২]