________________
চিন্তা
চিন্তা আসে কোথা থেকে?
দাদাশ্রী ও কখনাে চিন্তা করেছাে কি?
প্রশ্নকর্তা ও চিন্তা তাে মানুষের স্বভাব, সেইজন্যে কোন না কোনরূপে চিন্তা তাে হয়ই।
দাদাশ্রী ও মানুষের স্বভাব এমন যে যদি কেউ ওকে থাপ্পড় মারে তাহলে সেও তাকে থাপ্পড় মারবে। কিন্তু যদি কেউ বিচারশীল হয় তাহলে সে চিন্তা করবে যে আইন আমার নিজের হাতে নেওয়া অনুচিৎ। কিছু লােক তাে আইন নিজের হাতে নিয়ে নেয়। একে অপরাধ বলে। মানুষ চিন্তা কি করে করতে পারে? প্রত্যেক ভগবান এরকমই বলে গেছেন যে কোন প্রকার চিন্তা করবে । সমস্ত দায়িত্বভার আমার মাথায় দাও।।
প্রশ্নকর্তা ও কিন্তু বলা আর তা ব্যবহারে আনা, দুইয়ের মধ্যে বিস্তর। ব্যবধান।
দাদাশ্রী ঃ না, আমি ব্যবহারে ছাড়তে বলছি না। এ তাে এই সম্পর্কে বলছি। এমনি চিন্তা কিছু ছাড়া যায় না। কিন্তু চিন্তা করতে না চাইলেও চিন্তা হয়ে যায় সবারই।
এখন, যখন এই চিন্তা হয় তখন ওষুধ কি লাগাও ? চিন্তার ওষুধ পাওয়া যায় না?
[ ৫ ]