Book Title: Worries Bengali
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 24
________________ মারে। এইরকমভাবে ভিতরে কোন চিন্তা হতে থাকলে তখন ধাক্কা মারবে যে এখানে নয় ভাই! চিন্তাতে সবসময় সব কিছু খারাপ হয়। চিন্তা করতে করতে গাড়ি চালাতে গেলে ধাক্কা লাগবে। চিন্তা নিয়ে ব্যবসা করলে সেখানে কাজ উল্টো হয়। চিন্তা থেকেই সংসারে এই সমস্ত কিছু নষ্ট হয়েছে। সংসার চিন্তা করার মতই নয়। এই সংসারে চিন্তা করা হল বেস্ট ফুলিশনেস। সংসার চিন্তা করার জন্যে নয়। এ হল ইটসেল ক্রিয়েশন (স্বয়ংসৃষ্ট)। ভগবান এর ক্রিয়েশন করেননি। এইজন্যে চিন্তা করার জন্যে এই ক্রিয়েশন নয়। শুধুমাত্র মানুষই চিন্তা করে। অন্য কোন জীব চিন্তা করে না। চুরাশী লাখ অন্য যােনি আছে কিন্তু কেউ চিন্তা-ওয়রীজ করে না। এই মনুষ্য নামক জীব প্রয়ােজনের চেয়ে বেশী বুদ্ধিমান, সেই সারা দিন চিন্তায় জ্বলতে থাকে।। চিন্তা তাে বিশুদ্ধ ইগােইজম। এই জানােয়াররা তাে কোন চিন্তা করে না আর এই মানুষদের চিন্তা? ও হাে হাে! অনন্ত জানােয়ার আছে, কারাের চিন্তা নেই আর এই মানুষ একলাই এমন মূখ যে সারাদিন চিন্তায় জ্বলতে থাকে। প্রশ্নকর্তা ঃ জানােয়ারের চেয়ে নিকৃষ্ট নাকি মানুষ? দাদাশ্রীঃ জানােয়ার তাে অনেক ভালাে। জানােয়ারকে ভগবান আশ্রিত বলেছেন। এই সংসারে যদি কেউ নিরাশ্রিত হয় তাে শুধুমাত্র মানুষই আর তার মধ্যে হিন্দুস্তানের মানুষ শতকরা একশ ভাগ নিরাশ্রিত, তাহলে তার দুঃখই হবে, না কি? যার কোন রকম আশ্রয়ই নেই।। মজুররা চিন্তা করে না আর মালিকরা চিন্তা করে। মজুর কোন চিন্তাই করে না কেননা সে উচ্চগতি লাভ করবে আর মালিক নীচ-গতিতে যাবে। চিন্তা থেকে নীচ-গতি পায় তাই চিন্তা করা অনুচিৎ। শুধুমাত্র ওয়রীজ, ওয়রীজ, ওয়রীজ। মিষ্টি আলু যেমন আগুনে পােড়ানাে | [ ১৯ ]

Loading...

Page Navigation
1 ... 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42