________________
ইগােইজম ব্যবহার করতে বলেছে, অ্যাবাভ-নৰ্মাল ইগােইজুম ব্যবহার। করতে বলেনি। অর্থাৎ চিন্তা করা দোষ আর তার পরিণাম জানােয়ার গতি।
প্রশ্নকর্তা ও চিন্তা না হয়, তার জন্যে কি উপায় আছে?
দাদাশ্রী ঃ পিছনে ফেরা। পিছনে ফেরা চাই অথবা ইগােইজম একেবারে শেষ করে দেওয়া চাই। জ্ঞানীপুরুষ বর্তমান, জ্ঞানীপুরুষ ‘জ্ঞান’ দিলে সব হয়ে যায়।।
চিন্তা কিভাবে যাবে?
প্রশ্নকর্তা ও চিন্তা কেন যায় না? চিন্তা মুক্ত হওয়ার জন্য কি করতে হবে?
দাদাশীঃ চিন্তা বন্ধ হয়েছে এরকম মানুষ পাবেই না। কৃষ্ণ ভগবানের ভক্তেরও চিন্তা বন্ধ হয় না! আর চিন্তা থেকেই সমস্ত জ্ঞান অন্ধ হয়ে যায়, ফ্র্যাকচার হয়ে যায়।
সংসারে একজন মানুষও এমন নেই যার চিন্তা হয় না। সাধু-সন্ন্যাসিনী সবারই কখনাে না কখনাে চিন্তা তাে হয়ই। সাধুর তাে ইনকাম-ট্যাক্স নেই, না ভাড়া দিতে হয় তবু কখনও না কখনও চিন্তা হয়ে যায়। শিষ্যের সাথে ঝঞ্ঝাট হলেও চিন্তা হয়ে যায়। আত্মজ্ঞান ছাড়া চিন্তা দূর হয় না।
এক ঘন্টায় তাে তােমার সমস্ত চিন্তা আমি নিয়ে নিই আর গ্যারান্টী দিই যে যদি একটা চিন্তাও আর হয় তাে উকিল দিয়ে আদালতে আমার উপর কেন্স চালাবে। এইভাবে আমি হাজার হাজার লােককে চিন্তা রহিত করে দিয়েছি। আরে চাও ! যা চাইবে তাই দেব কিন্তু একটু ঠিকভাবে চাও। এমন কিছু চাও যা তােমার কাছ থেকে কখনও চলে যাবে না। এই সমস্ত বিনাশী জিনিস চেয়াে। না। শাশ্বত সুখ চেয়ে নাও।।
আমার আজ্ঞায় থাকো আর একটাও চিন্তা হয় তাে দাবী করার ছাড় দিয়েছি। আমার আজ্ঞাতে থাকবে। এখানে সব কিছু পাওয়া যাবে এরকম ব্যাপার। ওদের সবার সাথে কি শর্ত রেখেছি তুমি জানাে কি? একটাও চিন্তা হলে আমার উপর দু’লাখ টাকা দাবী করবে।
[৩০]