________________
| টেনশন আলাদা! চিন্তা আলাদা! প্রশ্নকর্তা ও তাে এই চিন্তার সাথে অহঙ্কার কিভাবে থাকে ?
দাদাশ্রী ? আমি না থাকলে চলবে না, এইরকম ওর মনে হয়। এটা আমিই করছি, আমি না করলে এটা হবে না, কখন এটা হবে, সকালে কি হবে? এরকম করে চিন্তা করে।
প্রশ্নকর্তা ও চিন্তা কাকে বলে?
দাদাশ্রী ঃ কোন কিছুকে সর্বস্ব মনে করে তার চিন্তন করা, তাকেই চিন্তা বলে। স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে, এখন পয়সার থেকেও বেশী যদি স্ত্রী-ই তার কাছে সর্বস্ব, তাে সেখান থেকে চিন্তা শুরু হয়। ওকে সব থেকে বেশী মহত্ত্ব দিয়েছে, এইজন্যে চিন্তা ঢুকে যায়। আর যার জন্যে আত্মাই সর্বস্ব, তার আর কিসের চিন্তা হবে?
প্রশ্নকর্তা ও টেনশন মানে কি? চিন্তা তাে বুঝতে পেরেছি এখন টেনশনএর ব্যাখ্যা দিন যে টেনশন কাকে বলে?
| দাদাশ্রী ঃ টেনশন ওর মতই ভাগ। কিন্তু ওতে সর্বস্ব হয় না, সব রকমের অশান্তি হয়। চাকরির কোন ঠিকানা নেই, কি হবে? একদিকে স্ত্রী অসুস্থ, তার কি হবে? ছেলে ঠিকমত স্কুলে যায় না, তার কি? এই সমস্ত অশান্তিকে টেনশন বলে। আমি তাে সাতাশ বছর ধরে টেনশন-ই দেখিনি।
এখন সাবধান থাকা আর চিন্তার মধ্যে অনেক পার্থক্য। সাবধানে থাকা তাে জাগৃতি আর চিন্তা মানে জ্বলতে থাকা।
নালিটী থেকেই মুক্তি প্রশ্নকর্তা ও পরনির্ভরশীলতা আর চিন্তা, দুটো এক নয়?
দাদাশ্রী ও চিন্তা তাে অ্যাবাভ-নৰ্মাল ইগােইজম, পরবশতা ইগােইজম নয়। পরবশতা মানে অনন্যোপায় হওয়া আর চিন্তা তাে অ্যাবাভ-নর্মাল ইগােইজম। অ্যাবাভ-নৰ্মাল ইগােইজম থাকলে চিন্তা হবে নয়তাে হবে না। এই রাতে ঘরে কার ঘুম আসছে না? তখন বলে যার ইগােইজম বেশী তার।
| [ ২৯ ]