Book Title: Worries Bengali
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 42
________________ চিন্তা কার্য্যের পক্ষে অবরােধক | চিন্তা হলে ঝবে যে কাজে বিঘ্ন ঘটবে। চিন্তা না হলে বুঝবে জে বিঘ্ন আসবে না। চিন্তা কাজের পক্ষে অবরােধক। চিন্তা থেকে তাে ব্যবসার মৃত্যু হয়। কিছু লােক ব্যবসার চিন্তা করতেই থাকে। ওরা চিন্তা কেন করে? ওরা এরকম মনে করে যে, ‘আমি-ই চালাচ্ছি, এইজন্যে চিন্তা হয়। একে কে চালায় এরকম কিছু, কোন প্রকারের সাধারন অবলম্বনও নেয় না। চিন্তা তাে সব থেকে বড় ইগােইজম। SONO 332 04 978388 32t4 Printed in India dadabhagwan.org Price 10

Loading...

Page Navigation
1 ... 40 41 42