Book Title: Worries Bengali
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 33
________________ কেউ চালায় নাকি তুমিই চালাও? সংযােগ চালায়.... | কর্তা কে? এই সংযােগ-ই কর্তা। এই সমস্ত সংযােগ, সায়েন্টিফিক সারকামস্ট্যান্সিয়াল এভিডেন্স একত্র হলে তবেই কাজ হতে পারবে। তাহলে তােমার হাতে সত্ত্বা নেই। তােমার তাে সংযােগ-কে নিরীক্ষণ করতে হবে যে সংযােগ কিরকম আছে। সংযােগ একত্র হলে তাে কাজ হয়েই যাবে। কেউ যদি মার্চ মাসে বর্ষার আশা করে তাহলে তাকে ভুল বলতে হবে। আর জুনের পনেরাে তারিখ এলেই সংযােগ একজোট হতে শুরু করে। সময়ের সংযােগ একসাথে হল কিন্তু মেঘের সংযােগ হল না, তাে বিনা মেঘে বর্ষা কি করে হবে? মেঘ জমেছে, সময়ও এসে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, অন্য এভিডেন্স একত্র হয়েছে, তাে বর্ষা হবেই। অর্থাৎ সংযােগ হওয়া চাই। মানুষ সংযােগাধীন, কিন্তু নিজে এরকম ধারণা করে নেয় যে, আমি কিছু করছি। কিন্তু এই কর্তা হওয়াও সংযােগাধীন। একটা সংযােগ-ও যদি সরে যায় তাহলে ওর দ্বারা সেই কাজ হবে না। ‘আমি কে’ এটা জানলে চিরদিনের জন্যে সমাধান প্রকৃতপক্ষে ‘আমি কে’ তা তাে জানা জরুরী, স্বয়ং নিজের উপর বিজনেস করলে তা সাথে আসবে। অন্য নাম-এর উপর বিজনেস করলে আমার হাতে কিছুই থাকবে না। একটু-আধুটু তাে বুঝতে হবে, না কি? আমি কে তা জানতে হবে না! এখানে তােমাকে সমাধান দিয়ে দিচ্ছি তারপরে আর চিন্তা-ওয়রীজ কিছু কখনও হবে না। চিন্তা হলে সেটা পছন্দ হয় ? কেন পছন্দ হয় না ? অনন্ত কাল থেকে এই জীব ঘুরপাক খাচ্ছে, অনন্ত কাল থেকে। তখন কোন সময়ে কোন-কোন বার এইরকম প্রকাশ-স্বরূপ জ্ঞানীপুরুষের সাক্ষাৎ হয়, তখন মুক্তি পাইয়ে দেন। [ ২৮ ]

Loading...

Page Navigation
1 ... 31 32 33 34 35 36 37 38 39 40 41 42