Book Title: Worries Bengali
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 28
________________ চিন্তা করার বদলে ধর্মের দিকে ফেরাে প্রশ্নকর্তা ঃ ঘরের যে প্রমূখ ব্যক্তি, তার যে চিন্তা হয় তা কিভাবে দূর করা যাবে? | দাদাশ্রী কৃষ্ণ ভগবান বলেছেন যে, “জীব তুমি কেন চিন্তা করছাে, কৃষ্ণের যা করার তা করবে। পড়েছাে একথা? তাহলে চিন্তা করার কি দরকার? বাচ্চাদের নিয়ে ক্লেশ কেন করছাে? ধর্মের রাস্তায় ওদেরকে ঘুরিয়ে দাও, শুধরে যাবে। | কিছু লােক ব্যবসা নিয়ে চিন্তা করতেই থাকে। ওরা কেন চিন্তা করে ? এরকম মনে করে যে “আমিই চালাচ্ছি। সেইজন্যে চিন্তা হয়। কে চালাচ্ছে, এরকম কোন সাধারন অবলম্বনও নেয় না। তুমি জ্ঞান দ্বারা না জানতে পার, কিন্তু অন্য কোন অবলম্বন তাে নাও! কারণ তুমি চালাচ্ছ না এরকম কিছু কিছু তাে তােমার অনুভবে এসেছে। চিন্তা তাে সবথেকে বড় ইগােইজম। বেশী চিন্তা কে করে ? প্রশ্নকর্তা : যার দু’বেলার রুটি জোটে না তার তাে প্রতিদিন চিন্তা হয়ই যে কাল কি করবে? কাল কি খাবে? | দাদাশ্রী ঃ না, না, ওতাে এইরকম যে সারপ্লাসের চিন্তা থাকে, খাওয়ার চিন্তা কারাের থাকে না। সারপ্লাসেরই চিন্তা হয়। এই প্রকৃতি এমনই ব্যবস্থিত যে সারপ্লাসেরই চিন্তা। নয়তাে সবচেয়ে ছােট চারাগাছ কোথাও বেরিয়েছে তাে সেখানে গিয়েও জল ছিটিয়ে আসে। এত সমস্ত ব্যবস্থা তাে আছে। এ হল রেগুলেটর অফ দি ওয়ার্লড়। এ ওয়ার্লড়কে রেগুলেশনেই রাখে নিরন্তর। এ কোন গল্প নয়, মানে সারপ্লাসেরই চিন্তা থাকে। ওর খাওয়ার চিন্তা থাকে । প্রশ্নকর্তাঃ মনে হচ্ছে আপনার কাছে সমস্ত সারপ্লাসওয়ালারাই এসেছে যাদের চিন্তা হতেই থাকে। ডেফিসিটওয়ালা কেউ আসে নি। দাদাশ্রী ? না, সেরকম নয়, ডেফিসিটওয়ালাও অনেক এসেছে কিন্তু [ ২৩ ]

Loading...

Page Navigation
1 ... 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42