Book Title: Worries Bengali
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 29
________________ তাদের চিন্তা হয় না। সহজভাবে তাদের মনে হয় যে আজ এইটুকু আনবাে, তা নিয়ে আসে। অর্থাৎ যারা চিন্তা-টিন্তা করে তারা আলাদা, আর এরা তাে ভগবানকে সঁপে দেয়। তার যা ভাল লাগে তাই ঠিক’ এরকম করে চলতে দেয়। আর এরা তাে ভগবান নয়, স্বয়ংই কর্তা হয় কিনা! কর্মের কর্তাও আমি আর ভােক্তাও আমি, সেইজন্যে চিন্তা মাথায় নিয়ে নেয়।। যেখানে চিন্তা সেখানে লক্ষ্মী থাকে? প্রশ্নকর্তাঃ এই রকম যদি হয় তাহলে তাে লােকে রােজগার করতেও যাবে না আর চিন্তাও করবে না। দাদাশ্রী ঃ না, রােজগার করতে যায়। সেটাও ওর হাতে নেই কিনা! ও তাে লাটটু, প্রকৃতি যেমন ভাবে ঘােরাচ্ছে তেমনি ঘুরছে আর মুখে অহংকার করছে কি আমি রােজগার করতে গিয়েছিলাম। আর বিনা কারণে চিন্তা করে। যে চিন্তা করে সে টাকা কোথা থেকে আনবে? লক্ষ্মীদেবীর স্বভাব কিরকম? লক্ষ্মী যারা চিন্তা করে তাদের ওখানে ঘর করেন না। যে আনন্দে থাকে, যে ভগবানকে মনে করে, লক্ষ্মীদেবী সেখানেই যান। | চিন্তা থেকে ব্যবসার মৃত্যু প্রশ্নকর্তা ও ব্যবসার চিন্তা হয়, অনেক বাধা আসে। দাদাশীঃ চিন্তা শুরু হলে বুঝবে কাজ আরও বেশী করে পন্ড হবে। চিন্তা হলে বুঝবে কাজ নষ্ট হবে না। চিন্তা কাজের জন্যে বাধাস্বরূপ। চিন্তা থেকে তাে ব্যবসার মৃত্যু হয়। যার ওঠা-পড়া আছে তার-ই নাম ব্যবসা, ও তাে পূরণগলন। যার পূরণ হয়েছে তার গলন না হয়ে যায় না। এই পূরণ-গলনে তােমার কোন ধনসম্পত্তি নেই। আর তােমার যা ধনসম্পদ তাতে কোন পুরণ-গলন হয় না। এই রকমই শুদ্ধ ব্যবহার! তােমার ঘরে তােমার স্ত্রী-পুত্র সবাই তােমার পার্টনার নয় কি? প্রশ্নকর্তাঃ সুখ-দুঃখ ভুগবার সময়ে থাকে। [ ২৪ ]

Loading...

Page Navigation
1 ... 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42