________________
জিনিষকে ভােগ কর। অপ্রাপ্ত-র চিন্তা করাে না। যে প্রাপ্ত বর্তমানে আছে তাকে ভােগ করাে।
চিন্তা হলেও খেতে রান্নাঘরে যেতে হয় তাে? আর বেডরুমে শুতেও যেতে হয় ? আর অফিসে কাজে?
প্রশ্নকর্তা ঃ তাও যাই।
দাদাশ্রীঃ এ সমস্তই ডিপার্টমেন্ট। তাে এই একটা ডিপার্টমেন্ট-এর ঝঞ্ঝাট অন্য ডিপার্টমেন্ট-এ নিয়ে যেও না। এক বিভাগে যাও তাে তখন ওখানকার সব কাজ করে নাও। কিন্তু দ্বিতীয় বিভাগে ভােজন করতে গেলে প্রথম বিভাগের সমস্ত ঝাট ওখানেই রেখে দিয়ে খেতে বসলে স্বাদ নিয়ে খেতে পারবে। বেডরুমে গেলেও প্রথমেই ঝঞ্ঝাট যেখানকার সেখানেই রেখে যাবে। যার এরকম সেটিং করা নেই সে তাে মারা পড়বে। খাবার খেতে বসে চিন্তা করবে যে অফিসে সাহেব বকাবকি করলে কি করব? আরে, বকলে তখন দেখে নেবে। এখন আরাম করে খাও না!
ভগবান বলেছেন যে, প্রাপ্তকে ভােগ করাে, অপ্রাপ্ত-এর চিন্তা করাে না। অর্থাৎ যা পেয়েছাে তা ভােগ করাে।
বাতানুকূল-এর মধ্যেও চিন্তা প্রশ্নকর্তা আরও অনেক চিন্তা মাথায় ঘুরতে থাকে।
দাদাশ্রী ঃ খাবার খাওয়ার সময়েও চিন্তা হয়। অর্থাৎ ওই ঘন্টাটা উপরে ঝুলেই থাকে, কখন পড়বে, কখন পড়বে, কখন পড়বে!!’ এখন বলাে! এরকম ভয়ের সংগ্রহশালার নীচে বসে সমস্ত কিছু ভােগ করা! মানে এসব কি করে পােষাবে? তবু লােকে নির্লজ্জের মত ভােগও করে। যা হওয়ার হবে কিন্তু ভােগ করাে। এই সংসারে ভােগ করার মত কিছু আছে?
বিদেশে এরকম কিছু হয় না। কোন দেশে এরকম হয় না। এ সব তাে এখানেই আছে। বুদ্ধির ভান্ডার, স্তুপীকৃত বুদ্ধি, চিন্তাও স্তুপীকৃত, কারখানা খুলে বসে আছে সবাই। এই বড়-বড় কারখানা, জবরদস্ত পাখাও ঘােরে
[ ১৭ ]