________________
ভক্ত তাে ভগবানের সাথেও ঝগড়া করে ভগবানের প্রকৃত ভক্তের যদি চিন্তা হয় তাে সে ভগবানের সাথেও ঝগড়া করে, “হে ভগবান, আপনি বারণ করেন তাও কেন আমার চিন্তা হয়। যে। ভগবানের সাথে ঝগড়া করে না সে প্রকৃত ভক্ত নয়। যদি কোন উপাধি আসে তাে তােমার ভিতরে ভগবান বসে আছেন, তাকে বকাবকি করবে, ধমকাবে। তাকেই প্রকৃত প্রেম বলে যা ভগবানের সাথেও ঝগড়া করায়। আজকাল তাে ভগবানের প্রকৃত ভক্ত পাওয়াও মুস্কিল। সবাই নিজের নিজের মতলবে ঘুরে বেড়াচ্ছে।
শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন, ‘জীব তু সীদ নে সােচনা করে, কৃষ্ণ নে করবু হােয় তে করে।' (জীব তুই কেন চিন্তা করিস, কৃষ্ণের করার হলে করবে)
| তাতে এইসব লােক কি বলে? কৃষ্ণ ভগবান তাে বলেন, কিন্তু এই সংসার চালাতে হলে চিন্তা না করে কি করে চালানাে যায়? এইজন্যে লােকজন চিন্তার কারখানা খুলেছে। সে জিনিষও বিক্রী হয় না। কোথা থেকে বিক্রী হবে? যেখানে বিক্রী করতে যাবে সেখানেও ওর কারখানা তাে আছেই না! এই সংসারে এমন একটা মানুষ খুঁজে আনাে যার চিন্তা হয় না।
একদিকে বলবে ‘শ্রীকৃষ্ণ শরণং মম’ আর যদি শ্রীকৃষ্ণের শরণ নিয়েছাে তাে আবার চিন্তা কিসের? মহাবীর ভগবানও চিন্তা করতে মানা করেছেন। উনি তাে একটা চিন্তার ফল তিৰ্য্যকগতি বলেছেন। চিন্তা তাে সবথেকে বড় অহংকার। এই সব আমিই চালাচ্ছি’ এই ভাব প্রচন্ডভাবে থাকে, তার ফলস্বরূপ চিন্তার জন্ম হয়।
একই কথা সবাই বলে | চিন্তা তাে আর্তধ্যান দুশ্চিন্তা। এই শরীর যতটা শাতা-অশাতা (সুখ-দুঃখ) -র উদয় নিয়ে এসেছে ততটা ভােগ হলে তবেই মুক্তি পাওয়া যাবে। এইজন্যে কারাের দোষ দেখাে না। কারাের দোষের প্রতি দৃষ্টি দেবে না আর নিজের দোষ থেকেই বন্ধন এরকম বুঝে নাও। তুমি কোন কিছু পরিবর্তন করতে পারবে না। এইজন্যই শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন, “জীব তুই কেন চিন্তা করি, কৃষ্ণ
[১২]