________________
যা হয়েছে তাই ন্যায়
দাদাশ্রী : বিনাশ হতে দেখলে তাকে শ্ৰেয় কি করে বলবাে ? কিন্তু বিনাশ হয়, সেটাও সঠিক নিয়মে হয়। প্রকৃতি বনাশ করে, সেটাও ঠিক, আর প্রকৃতি যার রক্ষণ করে, তাও ঠিক। সমস্ত কিছু রেগুলার করে, অন দি স্টেজ! লােক তাে নিজের স্বার্থের জন্যে চিৎকার চেঁচামেচি করে যে, ‘আমার তুলাে নষ্ট হয়ে গেলাে। কিন্তু ক্ষুদ্র চাষীরা বলে, আমার জন্যে ভালাে হয়েছে। অর্থাৎ লােকে তাে নিজের নিজের স্বার্থই দেখে।
প্রশ্নকর্তা : আপনি বলেন প্রকৃতি ন্যায়ী, তাহলে ভূমিকম্প হয়, তুফান আসে, অতিবৃষ্টি হয়, সে সব কেন ?
দাদাশ্রী : এ সমস্ত কিছু ন্যায়-ই হয়, বৃষ্টি হয়, ফসল পাকে – এসব কিছু ন্যায়-ই হচ্ছে। ভূমিকম্প হয়, তাও ন্যায় হচ্ছে।
প্রশ্নকর্তা: তা কেমন করে ?
দাদাশী: প্রকৃতি তাদেরই ধরে যারা দোষী, অন্যদের নয়। দোষীদেরই শুধু ধরে! এই জগৎ কখনই ডিস্টার্ব হয়নি। এক সেকেণ্ড-এর জন্যেও ন্যায়ের বাইরে কিছু যায় নি।
জগতে চোর আর সাপেদের দরকার
| তাে লােকে আমাকে প্রশ্ন করে যে এই চোরেরা কি করতে এসেছে ? এই সমস্ত পকেটমারদের কি প্রয়ােজন ছিল ? ভগবান কিজন্য এদের জন্ম দিয়েছেন ? আরে, নয়তাে তােমার পকেট কে খালি করবে ? ভগবান নিজে কি আসবেন ? তােমার চুরির পয়সা কে ধরবে ? তােমার হিসাব-বহির্ভূত টাকা থাকলে কে সেটা নিয়ে যাবে ? ও বেচারা তাে নিমিত্তমাত্র। এইজন্য এদের সবার দরকার আছে।
প্রশ্নকর্তা: কারাের কষ্টার্জিত উপার্জনও চলে যায়।
দাদাশ্রী : ও তাে এই জন্মের কষ্টার্জিত উপার্জন, কিন্তু আগের সমস্ত হিসাব আছে না ! হিসাব বাকি আছে সেইজন্যে, নয়তাে কেউ