________________
যা হয়েছে তাই ন্যায়
কখনাে আমার কিছু নিতে পারবে না। কারাের থেকে নিতে পারে এরকম ক্ষমতাই নেই। আর নিয়ে নিলে তা আমার আগের হিসাব। এই জগতে এমন কেউ জন্মায়নি যে কারাের কিছু করতে পারে। এতটাই নিয়মবদ্ধ এই জগৎ। খুবই নিয়মবদ্ধ এ জগৎ। এই পুরাে ময়দান সাপে ভর্তি, কিন্তু সাপ আমাকে ছুঁতে পারবে না, জগৎ এতটাই নিয়মবদ্ধ। এই জগৎ খুবই হিসাবওয়ালা, এই জগৎ খুবই সুন্দর, ন্যায়স্বরূপ কিন্তু লােকেরা তা বুঝতে পারেনা।
পরিণাম থেকে কারণ বােঝা যায়
এ সমস্ত-ই রেজাল্ট। যেমন পরীক্ষার রেজাল্ট আসে। ম্যাথেমেটিক্সে (গণিত) একশো’র মধ্যে পঁচানব্বই মার্কস এসেছে আর ইংরেজীতে একশাে’র মধ্যে পচিশ। তখন কি আমি বুঝতে পারব না যে এতে কোথায় ভুল করেছি ? এই পরিণাম থেকে, কোন কারণে ভুল হয়েছে তা আমি বুঝতে পারব কিনা ? এই সমস্ত সংযােগ যে একত্রিত হয়, তা সমস্তই পরিণাম। আর ওই পরিণাম থেকে, কারণ কি ছিল তা আমরা বুঝতে পারি।।
| এই রাস্তা দিয়ে অনেক লােকের আনাগােনা আর বাবুল-এর কাঁটা সােজা হয়ে পড়ে আছে। অনেক লােক যাতায়াত করছে কিন্তু কাটা যেমনকার তেমন পড়ে থাকে। এমনি তাে তুমি খালি পায়ে ঘর থেকে বেরােও না কিন্তু সেদিন কারাের কাছে গেছিলে আর শােরগােল হল কি চোর এসেছে, চোর এসেছে তাে তুমি খালি পায়ে দৌড়ালে আর কাঁটা তােমার পায়ে ফুটে গেল। তাে ওটা তােমার হিসাব ছিল। সেটাও এরকম যে একেবারে এ-ফেঁাড় ও-ফেঁাড় হয়ে গেল এরকমভাবে লাগল! এখন এই সংযােগ কে একত্রিত করে দেয় ? ওটা ব্যবস্থিত শক্তি (সায়েন্টিফিক সারকামস্ট্যানশিয়াল এভিডেন্স) একত্রিত করে দেয়।