Book Title: Whatever Has Happened Is Justice Bengali
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 34
________________ যা হয়েছে তাই ন্যায়। | যদি প্রকৃতির ন্যায়কে বুঝতে পারাে যে , যা হয়েছ তাই ন্যায়', তাহলে তুমি এই জগৎ থেকে মুক্ত হতে পারবে, কিন্তু যদি প্রকৃতিকে বিন্দুমাত্র-ও অন্যায়কারী মনে করাে তাহলে তা তােমার জন্য জগতে বন্ধনের কারণ হবে। প্রকৃতিকে ন্যায়ী বলে মেনে নেওয়া সেটাই জ্ঞান। যেমনটি তেমন জানা –সেটাই জ্ঞান আর 'যেমনটি তেমন না জানা- সেটাই অজ্ঞান। | যা হয়েছে তাই ন্যায়' বুঝলে পুরাে সংসার পার হয়ে যাওয়া যায়। দুনিয়াতে এক সেকেন্ডের জন্যও অন্যায় হয় না। ন্যায়-ই হচ্ছে। কিন্তু বুদ্ধি আমাদেরকে বােঝায় যে একে কিভাবে ন্যায় বলবে ? এইজন্য আমি আসল কথা বলতে চাইছি যে এটা প্রকৃতির ন্যায়, আর তুমি বুদ্ধি থেকে আলাদা হয়ে যাও। একবার বুঝে নেওয়ার পরে বুদ্ধির কথা আর শােনা উচিত নয়। যা হয়েছে তাই ন্যায়। --দাদাশ্রী tSBN 83-৪ ? मूल दीपक 939৪২৪ Printed in India Price 15 पापकपकोटीपमाला dadabhagwan.org

Loading...

Page Navigation
1 ... 32 33 34 35 36