________________
যা হয়েছে তাই ন্যায়
| লােভীদের লােকসান খোঁচা মারে
এই জগৎ কোন গল্প নয়। জগৎ ন্যায়স্বরূপ-ই। প্রকৃতি কখনও একটুও অন্যায় করেনি। প্রকৃতি কখনও মানুষকে কেটে ফ্যালে, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাে সে সমস্তই ন্যায়স্বরূপ। ন্যায়ের বাইরে প্রকৃতি যায়-ই নি। এরা না বুঝে বেকার যা খুশী বলতে থাকে। জীবনযাপনের কলাও এদের জানা নেই আর শুধু চিন্তা আর চিন্তা-ই থাকে। এইজন্যে যা হয়েছে তাকে ন্যায় বলাে।
| তুমি দোকানদারকে একশাে টাকার নােট দিয়েছাে। ও তােমাকে পাঁচ টাকার জিনিষ দিল আর পাঁচ টাকা তােমাকে ফেরৎ দিল। চেঁচামেচিতে নব্বই টাকা ফেরৎ দিতে ভুলে গেল। ওর কাছে বেশ কিছু একশাে টাকার নােট, দশটাকার নােট না গােনা হয়েই পড়ে ছিল। ও ভুলে গেছে। আর তােমাকে পাঁচ টাকা ফেরৎ দিচ্ছে তাে তুমি কি বলবে ? আমি তােমাকে একশাে টাকার নােট দিয়েছিলাম। ও বললাে, ‘না’। ওর ওটাই স্মৃতিতে ছিল, ও মিথ্যে বলে না। তখন তুমি কি করবে ?
প্রশ্নকর্তা : কিন্তু মনে তাে সবসময় খোঁচা লাগতেই থাকবে যে এতগুলাে পয়সা চলে গেল। মন তাে চেঁচামেচি করতেই থাকবে।
দাদাশ্রী : ওর খোঁচা লাগছে তাে যার খোঁচা লাগছে তার ঘুম আসবে না। আমার (শুদ্ধাত্মার) কি ? এই শরীরে যার খোঁচা লাগবে তার ঘুম আসবে না। সবারই কি কিছু খোঁচা লাগে ? লােভীরই খোঁচা লাগবে! তখন ওই লােভীকে বলবে, ‘খোঁচা লাগছে ? তাহলে শুয়ে পড়াে না ! এখন তাে সারারাত শুতেই হবে!'
প্রশ্নকর্তা: ওর তাে ঘুম-ও গেল আর পয়সাও গেল।
দাদাশ্রী : হ্যা, এইজন্য ওখানে যা হয়েছে তা কারেক্ট এই জ্ঞান উপস্থিত থাকলে নিজের কল্যাণ হবে।
‘যা হয়েছে তাই ন্যায় বুঝলে পুরাে সংসার পার হয়ে যাওয়া যায়,