________________
যা হয়েছে তাই ন্যায়
দাদাশ্রী : মানুষ কিছু করতে পারে না। যদি তুমি পিওর হও তাহলে কেউ তোমার কিছুই করতে পারবে না, এইরকমই এই জগতের নিয়ম। পিওর হলে আর কেউ কিছু করার জন্যে থাকবে না। সুতরাং ভুল শুধরাতে হলে শুধরে নেবে।
23
যে আগ্রহ ছাড়বে, সেই জিতবে
এই জগতে তুমি কি ন্যায় দেখতে চাইছো ? যা হয়েছে তাই ন্যায়। ‘এ থাপ্পড় মেরেছে তো আমার উপর অন্যায় করেছে', এরকম নয় কিন্তু যা হয়েছে তাই ন্যায়। এরকম যখন বুঝতে পারবে তখন এ সমস্ত কিছুর সমাপ্তি ঘটবে।
‘যা হয়েছে তাই ন্যায়' না বললে তো বুদ্ধি লাফালাফি করতে থাকবে। অনন্ত জন্ম থেকে তো এই বুদ্ধিই গণ্ডগোল করে আসছে, মতভেদ করিয়ে আসছে। বাস্তবে কিছু বলার মতো সময়ই আসা উচিৎ নয়। আমার কিছু বলার মতো সময়-ই আসে না। যে ছেড়ে দিয়েছে সে জিতে গেছে। লোকে নিজেরই স্ব-দায়িত্বে টানাটানি করে। বুদ্ধি চলে গেছে তা কিভাবে বুঝবে ? ন্যায় খুঁজতে যেও না। যা হয়েছে তাকেই ন্যায় বললে তখন তাকে বুদ্ধি চলে গেছে এরকম বলা যাবে। বুদ্ধি কি করে ? ন্যায় খুঁজে ফেরে আর সেই কারণেই এই সংসার দাঁড়িয়ে আছে। অতএব ন্যায় খুঁজো না ৷
ন্যায় খুঁজতে যায় কি ? যা হয়েছে তাই ঠিক, সাথে সাথেই তৈরী। কারণ ‘ব্যবস্থিত’–এর বাইরে অন্য কিছু হয়ই না। বেকার-ই হায় হায় ! হায় হায় !
-
মহারানী নয়, উসুলী-ই ফাঁসিয়েছে
বুদ্ধি তো ঝড় তুলে দেয়। বুদ্ধি-ই সব নষ্ট করে! বুদ্ধি মানে কি ? যা ন্যায় খোঁজে তারই নাম বুদ্ধি। বলবে, ‘পয়সা কেন দেবে না, মাল তো