Book Title: Whatever Has Happened Is Justice Bengali
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 30
________________ যা হয়েছে তাই ন্যায় ঘরে ছেলে দাদাগিরি করছে ? ও যে দাদাগিরি করছে তাই ন্যায়। এ তাে বুদ্ধি দেখায় যে ছেলে হয়ে বাবার সামনে দাদাগিরি ? যা হয়েছে। তাই ন্যায় ! অতএব এই ‘অক্রম বিজ্ঞান কি বলছে ? দেখো, এটাই ন্যায় ! লােকে আমাকে প্রশ্ন করে, আপনি বুদ্ধি কিভাবে বের করে দিয়েছেন ? ন্যায় খুঁজিনি বলে বুদ্ধি চলে গেছে। বুদ্ধি কতদিন থাকবে ? ন্যায় খুঁজবে আর ন্যায়কে আশ্রয় দেবে, ততক্ষণ পর্যন্ত বুদ্ধি থাকবে। এতে তাে বুদ্ধি বলবে, “ভাইসাহেব আমার পক্ষে আছে। আরও বলবে, এত ভাল করে কাজ করেছি আর ডাইরেক্টর কিসের ভিত্তিতে উল্টো বলছে ? এইভাবে ওকে আশ্রয় দাও কি ? ন্যায় খুঁজতে যাও কি ? উনি যা বলছেন তাই কারেক্ট। এতদিন কেন বলেননি ? কিসের ভিত্তিতে বলেননি ? এখন কোন ন্যায়ের ভিত্তিতে বলছেন ? বিচার করলে মনে হয় না কি যে ইনি যা বলছেন তা প্রমাণসহ বলছেন ? আরে, তােমার বেতন বাড়ায় না তাই ন্যায়, আমরা একে অন্যায় কিভাবে বলব ? বুদ্ধি ন্যায় খোঁজে এই সমস্ত তাে বেশীরভাগ-ই ডেকে নিয়ে আসা দুঃখ আর বাকি অল্প-বিস্তর যে দুঃখ নিয়ে আসে। যেখানে নেই সেখানেও দুঃখ খুঁজে বার করে। আমার বুদ্ধি তাে ডেভেলপ হওয়ার পরে চলে গেছে। বুদ্ধি-ই নিঃশেষ হয়ে গেছে। বলাে, মজা হয় কি না হয় ? একদম এক পারসেন্টও বুদ্ধি নেই। তাতে একজন আমাকে প্রশ্ন করলাে, বুদ্ধি কিভাবে চলে গেল ? তুই চলে যা, তুই চলে যা, এইরকম বলে ?' আমি বললাম, না ভাই, এরকম করতে নেই। ওতাে এতদিন পর্যন্ত তােমার দায়িত্ব সামলেছিল। দ্বিধায় পড়লে তখন উপযুক্ত সময়ে, কি করবে, কি করবে ?' এ সমস্ত কিছুর মার্গদর্শন করছিল। তাকে কি করে দূর করা যায় ? তাই আমি বললাম, “যে ন্যায় খোঁজে, তার সাথে বুদ্ধি চিরদিনের মতাে বাস করে। যা হয়েছে তাই ন্যায় এরকম যারা বলে তাদের বুদ্ধি চলে

Loading...

Page Navigation
1 ... 28 29 30 31 32 33 34 35 36