________________
যা হয়েছে তাই ন্যায়
খুশী তাে ? ও বলবে, হা।' ফের পরের দিন থেকে একসাথে খাওয়াদাওয়া, ওঠা-বসা করবে। এ সমস্তই হিসাব। হিসাবের বাইরে তাে কেউ | নেই। বাবা ছেলেদেরকেও হিসাব না চোকানাে পর্যন্ত ছাড়ে না। এতাে হিসাব-ই, আত্মীয়তা নয়। তুমি আত্মীয় মনে করেছিলে !
পিষে মেরেছে, তাও ন্যায় বাসে ওঠার জন্যে রাইট সাইডে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, ও রােডের পাশে দাঁড়িয়েছিল। রং সাইড দিয়ে একটা বাস এলাে। ওটা একদম ওর ওপর দিয়ে চলে গেল আর ওকে মেরে ফেললাে। একে কি ন্যায় বলা যাবে ?
প্রশ্নকর্তা : ড্রাইভার পিষে দিয়েছে, লােকে তাে এইরকমই বলবে।
দাদাশ্রী: হ্যা, উল্টোদিক দিয়ে এসে মেরেছে, অন্যায় করেছে। ঠিক রাস্তায় এসে যদি মারতাে তাহলেও তাকে দোষ-ই বলতাে, এ তাে ডবল দোষ করেছে। এতে প্রকৃতি বলে যে, কারেক্ট করেছে।' শােরগােল করলে তা ব্যর্থ হবে। আগের হিসাব চুকিয়ে দিল। এখন এইরকমভাবে তাে বােঝে না। সমস্ত জীবন ভাঙচুর করতেই কেটে যায়। কোর্ট, উকিল আর...! আর কখনও দেরী হয়ে গেলে তাে উকিলও গালি দেয় যে, ‘তােমার আক্কেল নেই।' গাধার মতাে, গালি খায় ভাই! এর বদলে যদি প্রকৃতির ন্যায়কে বুঝে নেয়, দাদাজী বলেছেন সেই ন্যায়, তাে সমাধান আসবে কি না ? আর কোর্টে যেতেও কোন অসুবিধা নেই। কোর্টে যাবে, কিন্তু ওর সাথে বসে চা খাবে, এইভাবে সমস্ত ব্যবহার করবে (সমাধানপূর্বক ফয়সালা করবে)। যদি ও না মানে তাে বলবে আমার চা খাও কিন্তু একসাথে বসে। কোর্টে যেতে কোন অসুবিধা নেই কিন্তু প্রেমপূর্বক সমাপ্ত করবে (ভিতরে রাগ-দ্বেষ না হয়, এইভাবে)।
প্রশ্নকর্তা : ওইরকম লােক আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে নাকি ?