________________
যা হয়েছে তাই ন্যায়
ফেঁসেছে। কত লোকে আমাকে বলে যে, ‘আমার দশলাখের উসুলী হচ্ছে না।' আগে উসুলী হত। যখন আয় করতাম, তখন কেউ আমাকে বলতে আসতো না। এখন বলতে আসে। উসুলী শব্দ তুমি শুনেছো কি ?
25
প্রশ্নকর্তা : কেউ কোন খারাপ শব্দ আমাকে শুনিয়ে যায়, সেটা তো উসুলী-ই, নয় কি ?
দাদাশ্রী : হ্যাঁ, উসুলী-ই তো! ও শুনিয়ে যায় তা একদম কঠিনভাবে শোনায়। ডিক্সনারীতেও নেই এরকম শব্দ-ও শোনায় । ফের তুমি ডিক্সনারীতে খোঁজো যে ‘এরকম শব্দ কোথা থেকে বেরোলো ? ওতে এরকম শব্দ থাকে না, এরকম পাগল হয় কি! কিন্তু ও নিজের দায়িত্বেই বলে কি না! ওতে আমার কোন দায়িত্ব তো নেই! এটা তো ভাল ৷
তোমার টাকা ফেরৎ দেয় না, তাও ন্যায়। ফেরৎ দেয়, তাও ন্যায় ৷ এই সমস্ত হিসাব আমি অনেক বছর আগে বের করেছিলাম। টাকা ফেরৎ দেয়নি তাতে কারোর কোন দোষ নেই। এইরকম-ই যদি কেউ ফেরৎ দিতে আসে তো তাতে ওর উপকার কোথায় ? এই জগতের সঞ্চালন তো অন্যরকমভাবে হয়।
ব্যবহারেই দুঃখের মূল
ন্যায় খুঁজতে তো দম বেরিয়ে গেছে। মানুষের এরকম মনে হয় যে আমি এর কি ক্ষতি করেছি যে এ আমার ক্ষতি করছে।
প্রশ্নকর্তা : এরকম হয়। আমি কারোর সম্বন্ধে কিছু বলিনা, তবুও কেন লোক আমাকে লাঠি মারে ?
দাদাশ্রী : হ্যাঁ, এইজন্যে তো এই কোর্ট, উকিল-এদের সব চলে। এরকম না হলে কোর্ট কেমন করে চলবে ? উকিলদের কোন মক্কেলই থাকবে না। কিন্তু উকিলও কত পুণ্যশালী যে মক্কেল সকালে তাড়াতাড়ি উঠে চলে আসে আর উকিলসাহেব যদি দাড়ি কামাচ্ছেন তো বসে