________________
যা হয়েছে তাই ন্যায়
দাদাশ্রী : ন্যায় খুঁজো না, এই সূত্রই যদি ধরে রাখে তো তার সব সহজ হয়ে যাবে। এই যে ন্যায় খুঁজে বেড়ায় তার জন্যেই সমস্ত রকমের অশান্তি তৈরি হয়ে যায়।
পুণ্যোদয় হলে খুনীও নির্দোষ বলে মুক্তি পায়
10
প্রশ্নকর্তা : কেউ যদি অন্যকে খুন করে তাহলেও কি তা ন্যায়ই বলবে ?
দাদাশ্রী : ন্যায়ের বাইরে তো কিছু হয় না। ভগবানের ভাষাতে ন্যায়ই বলে। সরকারের ভাষাতে বলে না, এই লোকসংজ্ঞাতে বলে না। লোকসংজ্ঞাতে তো খুনীকেই ধরে নিয়ে আসে, বলে এই দোষী। আর ভগবানের ভাষাতে কি বলে ? ‘যে খুন হয়েছে, সেই দোষী'। যদি জিজ্ঞাসা করা হয়, ‘খুনীর কোন দোষ নেই ?' তখন বলবে, খুনী যখন ধরা পড়বে তখন ওকে দোষী বলে মানা হবে! এখন তো ও ধরা পড়ে নি আর এ ধরা পড়ে গেছে! তুমি বুঝতে পারলে না ?
প্রশ্নকর্তা : কোর্টে কোন মানুষ খুন করেও নির্দোষ বলে মুক্তি পায়। সে কি তার পূর্বকর্মের বদলা নিচ্ছে না কি ওর পুণ্যের কারণে এরকমভাবে মুক্তি পাচ্ছে ? এটা কি ?
দাদাশ্রী : পুণ্য আর পূর্বকর্মের বদলা, ও একই কথা ৷ ওর পুণ্য ছিল তাই মুক্তি পেয়েছে আর কেউ দোষ না করেও ধরা পড়ে, জেলে যেতে হয়। এ তো ওর পাপের উদয় হয়েছে। সেখানে তো কোন উপায়ই নেই।
নয়তো এই যে জগৎ এর কোর্টে হয়তো কখনো অন্যায় হতে পারে কিন্তু প্রকৃতি এই জগতে কখনো অন্যায় করে নি, ন্যায়ই হয় এখানে। প্রকৃতি ন্যায়ের বাইরে কখনো যায়-ই নি। পরে ঝড়-ঝঞ্ঝা একটা এলো কি দুটো এলো, কিন্তু তা ন্যায়ই হয়
প্রশ্নকর্তা : আপনার দৃষ্টিতে বিনাশের যে দৃশ্য দেখা দেয়, তা আমাদের জন্যে শ্রেয়-ই নয় কি ?