________________
যা হয়েছে তাই ন্যায়
স্ত্রী খারাপ আর স্ত্রী মনে করে স্বামী খারাপ। কিন্তু এটা প্রকৃতির ন্যায়ই।
প্রশ্নকর্তা : হ্যা।।
দাদাশ্রী : তুমি যদি অভিযােগ করতে আস তাে আমি অভিযােগ শুনি না, এর কারণ কি ?
প্রশ্নকর্তা : এখন বুঝতে পেরেছি যে এটা ন্যায়-ই।
বােনা-টা খােলে প্রকৃতি
দাদাশ্রী: এ সমস্ত-ই আমার অনুসন্ধান! যে ভুগছে তারই ভুল। দেখাে, কত ভাল অনুসন্ধান! কারাের সাথে সংঘাতে যেও না আর ব্যবহারে ন্যায় খুঁজো না।
| নিয়ম হল যেমনভাবে বােনা হয়েছে, বােনাটা ঠিক সেইভাবেই খুলবে। অন্যায়পূর্বক বােনা হলে তা অন্যায়ভাবেই খুলবে আর ন্যায় দিয়ে বােনা হলে ন্যায়পূর্বক খুলবে। এইরকমভাবেই সমস্ত বােনাটা খুলছে আর লােকে পরে তার মধ্যে ন্যায় খুঁজতে যায়। ভাই, ন্যায় কিরকম চাইছাে, কোর্টের মত ? আরে ভাই, অন্যায়পূর্বক তুমি বুনে রেখেছাে আর এখন ন্যায়পূর্বক সেটা খুলতে চাইছাে, সেটা কিভাবে সম্ভব ? এ তাে নয় দিয়ে গুণ করাকে নয় দিয়ে ভাগ করলে তবেই মূল জায়গায় আসবে। অনেক বুনে রাখা সমস্যা পড়ে রয়েছে। অতএব, যে আমার কথা বুঝতে পেরেছে, সে তার কাজ করে নেবে।
প্রশ্নকর্তা: হ্যা দাদা, এই দু-তিনটে শব্দ ধরে রাখতে পারলে আর জিজ্ঞাসু মানুষ হলে তার কাজ হয়ে যাবে।
দাদাশ্রী : কাজ হয়ে যাবে। দরকারের চেয়ে বেশী বুদ্ধিমান না হলে কাজ হয়ে যাবে।
প্রশ্নকর্তা: ব্যবহারে ‘তুমি ন্যায় খুঁজো না’ আর ‘ভুগছে যে তারই ভুল’, এই দুই সূত্র আমি ধরে রেখেছি।