________________
যা হয়েছে তাই ন্যায়
ভগবানের নামেও মিথ্যাচার করে। দায়িত্ব নিজেরই। হােল এণ্ড সােল রেসপন্সিবল। নিজেরই প্রােজেকশান কি না!
| কেউ দুঃখ দিলে জমা করে নেবে। যা তুমি আগে দিয়েছিলে, সেটাই পরে জমা করতে হবে। কেন না বিনা কারণে কেউ কাউকে দুঃখ দিতে পারে এখানে এরকম নিয়মই নেই। ওর পিছনে কারণ থাকবে। সেইজন্য জমা করে নেবে।
যারা জগৎ থেকে ছুটে পালাতে চায়...
আবার কখনও যদি ডালে নুন বেশী পড়ে যায় তাে তাও ন্যায়।
প্রশ্নকর্তা : আপনি বলেছেন যে কি হচ্ছে তা দ্যাখাে তাে তাহলে এর মধ্যে ন্যায়-এর প্রশ্ন কেমন করে আসে ?
দাদাশ্রী : ন্যায়, আমি একটু আলাদাভাবে বলতে চাইছি। দ্যাখাে, ওর হাতে হয়তাে কেরােসিন লেগেছিল, সেই হাতে জলের পাত্র ধরেছিল হয়তাে, সেইজন্যে কেরােসিনের গন্ধ আসছিল। আমি জল খেতে যেতেই কেরােসিনের গন্ধ এলাে। এই পরিস্থিতিতে আমি দেখি আর জানি যে এটা কি হল! এখানে ন্যায় কি হওয়া উচিৎ ? আমার ভাগে এটা কোথা থেকে এলাে ? আগে কখনও আসেনি আর আজ কোথা থেকে এলাে ? অর্থাৎ এটা আমারই হিসাব। তাহলে এই হিসাবকে পুরাে করে দাও। কিন্তু কেউ কিছু বুঝতে না পারে এরকমভাবে পুরাে করাে। সকালে ওঠার পর যদি আবার ওই বােন এসে ওই একই জল আমাকে আনিয়ে দেয় তাে আবার আমি তা খেয়ে নেব। কিন্তু কেউ কিছু জানতে পারবে না। এখন অজ্ঞনী এই পরিস্থিতিতে কি করবে ?
প্রশ্নকর্তা: চেঁচামেচি শুরু করবে।
দাদাশ্রী : ঘরের সমস্ত লােক জেনে যাবে যে আজ শেঠজীর জলে কেরােসিন পড়ে গেছে।