________________
যা হয়েছে তাই ন্যায়
সব প্রকৃতির নিয়ম মুম্বই-এর ফোর্ট এরিয়াতে তােমার সােনার চেন লাগানাে ঘড়ি হারিয়ে গেছে আর তুমি ঘরে এসে মনে করছাে যে, ভাই, ওটা আর ফিরে পাবনা। কিন্তু দু’দিন পরে পেপারে পড়লে যে যার ঘড়ি সে প্রমাণ দিয়ে আমার কাছ থেকে নিয়ে যাক আর বিজ্ঞাপনের খরচ দিয়ে যাক। অর্থাৎ যার হয় তার থেকে কেউ নিতে পারে না। যার নেই, সে ফিরে পাবে না। এক পারসেন্ট-ও অদল-বদল কেউ করতে পারবে না। এতটাই নিয়মবদ্ধ এই জগৎ। কোর্ট যেমনই হােক কিন্তু তা কলিযুগের আধারে হবে। কিন্তু প্রকৃতি নিয়মের অধীন। কোর্টের নিয়ম ভাঙলে কোর্টের কাছে। দোষী হবে কিন্তু প্রকৃতির নিয়ম কখনও ভাঙবে না।।
এ তাে নিজেরই প্রােজেকশান
এ সমস্ত প্রােজেকশান তােমার নিজেরই। লােককে কেন দোষ দিচ্ছাে ?
প্রশ্নকর্তা: ক্রিয়ার প্রতিক্রিয়া কি এটা ?
দাদাশী: একে প্রতিক্রিয়া বলে না। কিন্তু এই সমস্ত প্রােজেকশান তােমারই। প্রতিক্রিয়া বললে তাে ‘অ্যাকশন এণ্ড রি-অ্যাকশান আর ইকোয়াল এণ্ড অপােজিট হবে।
| এতাে দৃষ্টান্ত দিচ্ছি, সিমিলি দিচ্ছি। তােমারই প্রােজেকশান এসব। অন্য কারাের হাত এতে নেই। সেইজন্যে তােমাকে সাবধান থাকতে হবে যে এর সমস্ত দায়িত্ব আমার উপর। দায়িত্ব বুঝতে পারলে ঘরে ব্যবহার | কিরকম হওয়া উচিৎ ?
প্রশ্নকর্তা : ওইরকম ব্যবহার হওয়া উচিৎ।
দাদাশ্রী : হ্যা, নিজের দায়িত্ব বােঝে। নয়তাে ওরা তাে বলবে যে ভগবানের ভক্তি করলে সব ঠিক হয়ে যাবে। মিথ্যাচারিতা ! লােকে তাে