Book Title: Acharang Sutra
Author(s): 
Publisher: 

View full book text
Previous | Next

Page 3
________________ প্রকাশকে নিবেদন। এক সময় যে বালা দেশে জৈনধর্ম বিশেষভাবে প্রচাবিত হইয়াছিল, আজ সেই বাংলাদেশ জৈনধর্মের পবিচষও জানে না। বালাদেশবাসী যাহাতে জৈন ধর্মের মূল গ্রন্থসমূহর পরিচয লাভ করিতে পারে এইজন্য আচারাগসূত্র নামক প্রথম জৈন আগমগ্রন্থের বা লা অনুবাদ প্রকাশ করা হইতেছে। আচার বা নিয়মের মাধাই জৈনধর্মের সমস্ত রহস্য। যে ব্যক্তি জৈন সাধুব আচার যথাযথ ভাবে বুঝিতে পাবে, মাত্র সেই জৈনধর্মকেও বুঝিতে সমর্থ হয়। বলা হইযাছে— আগমেব অর্থাৎ জৈনধর্মের প্রধান শাস্ত্রগুলিব সার আচাব, আচারের সাব বিবরণ, বিবরণর সার যথাযথভাবে হাব প্রতিপাদন, প্রতিপাদনের সার চাবিত্র অর্থাৎ সেই আচাৰেব পাসন, চরিত্রের সার নির্বাণ এব, নির্বাণেব সার অবাধিত সুখ। আশা করি, বাগালী পাঠকগণ এই অনুবাদ পড়িযা অহিংসবাদী জৈনধর্ম সম্বন্ধ কিছু জানিতে পারিবেন / | এই সূত্রের অনুবাদ হীরাকুমারী ব্যাকরণ সাথ্য-বেদান্ততীর্থ কবিয়া ছেন। জৈনদর্শনের ন্যায় অন্যান্য দর্শন শাস্ত্রেও ইহার জ্ঞান সুগভীর। অনুবাদ সরল ও প্রাপ্ত হইয়াছে। দীর্ঘকাল নিরন্তর পরিশ্রম করিয়া তিনি এই অনুবাদ কবিয়াছেন। মহাসভা তাহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কবিতেছে। সিরসানিবাসী ধর্মপ্রাণ পুনমচাদ গুজরাণী মহাশয় এই পুস্তক প্রকাশের সমস্ত ব্যয়ভার বহন কবিয়াছেন। ধর্মপ্রচারের প্রত্যেক কার্যে তিনি সর্বদাই সাহায্য করিয়া থাকেন। মহাসভা তাহাব প্রতিও আস্তবিক কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছে। সাধৎবী ঐ রামপুরি কার্যাধ্যক্ষ শ্রী জৈন শ্বেতাম্বর তেরাপন্থী মহাসভা

Loading...

Page Navigation
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 ... 80