________________
৫ ৬৩)। | সৰুক্তগীনের স্বপ্ন, ও ৩নঃ ২৭ . এক দেশে সবুক্তগীন নামে একজন গৃহস্থ ছিল, তাহার ধন দৌলত, দাস-দাসী কিছুই ছিল না। কিন্তু সে বড় ভাল লােক ছিল। সে দুঃখীকে সর্বদা দয়া করিত এবং নিজে দরিদ্র হইলেও তাহাদিগকে যথাসাধ্য সন] সাহায্য করিত। : "એક દેશમાં સબુક્તગીન નામે એક જણ ગૃહસ્થ હતો. તેને ધન દોલત, દાસ દાસી કઈ પણ હતું નહિ. પરંતુ તે ઘણો સારો માણસ હતો, તે દુઃખીને (દુખી પર) હમેશાં દયા કરતો, તેમજ પોતે દરિદ્ર છતાં પણ તેઓને બનતી
। এক দিন সে এক ঘােড়ায় চড়িয়া বনে গিয়াছিল; সেখানে সে একটি হরিণ শাবক দেখিতে পাইয়া তাহাকে ধরিয়া ঘোড়ায় তুলিয়া লইল। ঐ হরিণ শিশুর মা তখন একটু দুরে ঘাস খাইতেছিল, সে প্রথমে সবুক্ত গীনকে দেখে নাই। যখন সবুক্তগীন হরিণ শাবককে ঘােড়ায় তুলিয়া লইল, তখন সে তাহা দেখিতে পাইয়া কাছে আসিল, কিন্তু মানুষের হাত হইতে শাবক কাড়িয়া লওয়া সহজ নয় ভাবিয়া সে দুঃখিত মনে এক পা, দুই পা করিয়া ধীরে ধীরে ঘােড়ার পশ্চাৎ পশ্চাৎ যাইতে লাগিল। তাহার মুখের দিকে তাকাইয়া সবুক্ত গীন বুঝিল যে, শাবকটি লওয়াতে তাহার বড় দুঃখ হইয়াছে, যদি পশু কথা বলিতে পারি তবে সে শাব কটি ফিরিয়া পাইবার জ কতই না কাকুতি-মিনতি করিত। এই রূপ ভাবিতে ভাবিতে সবুক্ত গীনের মনে দয়া হইল। সে ঘােড়ার পিঠ হইতে ধীরে ধীরে শাবকটি মাটিতে নামাইয়া দিয়া নিজে সরিয়া একটু দূরে গেল। তখন হরিণী আহলাদে শাবকের নিকট দৌড়িয়া গিয়া তাহাকে কত আদর করিতে লাগিল ও বার বার সবুক্ত গীনের দিকে তাকাইতে লাগিল। তাহার এই রূপ ভাব দেখিয়া সবুক্ত গীনের মনে হইল যেন হরিণী তাহাকে বার বার আশীর্বাদ করিতেছে।
એક દિવસ તે એક જોડાપર ચઢી વનમાં ગયા હતા, ત્યાં તેણે એક હરિનું
Shree Sudharmaswami Gyanbhandar-Umara, Surat
www.umaragyanbhandar.com